
তথ্যবিবরণী : শনিবার (০৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্যÑ ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে ওই দিন সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আফিয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার ফারজানা ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মোসা. মাহবুবা খাতুন।