• ঢাকা, বাংলাদেশ
  • ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল: ছাত্রীর অভিযোগ ধর্ষণের

প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ৬:৪৯

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল: ছাত্রীর অভিযোগ ধর্ষণের

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের বাণিজ্য বিভাগের শিক্ষক মোয়াজ্জেম হোসেন চন্দনের দুটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ৫৬ সেকেন্ড ও ১১ সেকেন্ডের এই ভিডিওতে তাকে এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গেছে।

ভিডিওতে থাকা ওই ছাত্রী অভিযোগ করেছেন, মোয়াজ্জেম হোসেন চন্দন তাকে ধর্ষণ করেছেন এবং তিনি নিজেই ভিডিওটি ধারণ করেছেন।

ভুক্তভোগী ছাত্রী জানান, কয়েক মাস আগে কলেজ শিক্ষক চন্দনের নিজ বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। তিনি আরও জানান, অভিযুক্ত শিক্ষকের বড় ভাই, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক মোদাস্বের হোসেন সুমনের কাছে তিনি প্রাইভেট পড়তেন। একদিন বই নিতে গিয়ে অপেক্ষার সময় চন্দন তাকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন।
আরও পড়ুনঃ মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডিবিতে ডাকা হয়েছে : হারুন

আরও পড়ুনঃ  পুলিশের ওপর হামলার প্রতিবাদে রাবি গণঅভ্যুত্থান মঞ্চের বিক্ষোভ

তিনি আরও বলেন, “প্রথম ঘটনার পর সে আমাকে আবার ফোন করে ডাকে। তখন আমি স্বেচ্ছায় তার বাসায় গিয়ে পরিকল্পিতভাবে আমাদের শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করি। চন্দন শুধু আমার সাথেই নয়, আরও অনেক ছাত্রীর সঙ্গে আপত্তিকর আচরণ করতেন, বাজে প্রস্তাব দিতেন।”

আরও পড়ুনঃ  পরিবেশ, কৃষি জমি রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন

বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ভিডিও দুটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীসহ অনেকে সরব হন। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের গভর্নিং বডির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ তরিকুল ইসলাম সিদ্দিকী জানান, “আমরাও ভিডিওটি দেখেছি এবং বিষয়টি নিয়ে বিব্রত। কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে আলোচনা চলছে।”
আরও পড়ুনঃ কাকরাইল ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আরও পড়ুনঃ  এবার আদালত চত্বরে সাংবাদিকদের মারধর সেই বরখাস্ত এসপি ফজলুলের

অভিযুক্ত শিক্ষক মোয়াজ্জেম হোসেন চন্দন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তার বড় ভাই মোদাস্বের হোসেন সুমনও বিষয়টি জানেন না বলে দাবি করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, “ভিডিও সম্পর্কে আমরা অবগত রয়েছি, তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675