স্টাফ রিপোর্টার : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। বিএনপি নির্বাচনের জন্য দাবি করলেও একটি রাজনৈতিক দলের আপত্তির কারণে নির্বাচন নিয়ে অন্তবর্তীকালীন সরকার গড়িমশি করা শুরু করেছে। কিন্তু দেশের মানুষ তা মেনে নেবে না।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে হরিয়ান বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে হরিয়ান ইদগাহ মাঠে আয়োজিত বিএপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ জাতীয়বাদী দলের সকল অসুস্থ নেতাকর্মী এবং জুলাই-আগস্টে অসুস্থ ছাত্র-জনতার সুস্থতা এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ দীর্ঘ সতের বছরের আন্দোলন সংগ্রামে নিহত সকল নেতাকর্মী এবং জুলাই আগস্টে নিহত সকল ছাত্র-জনতার আত্মার মাহফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলে তিনি তাঁর বক্তব্যে এগুলো তুলে ধরেন।
তিনি আরও বলেন, গত সাতদিন পূর্বে আয়না ঘর নিয়ে একটি তথ্য প্রকাশিত হয়েছে। সেখানে দুই হাজারের বেশী বিএনপি নেতৃবৃন্দকে আটকে রেখে হত্যা করা হয়েছে। এতটা নির্মম সরকার এর আগে বাংলাদেশে আসেনি। পতিত সরকারের আমলে নেতাকর্মীরা যেমন হাজার হাজার কোটি টাকা লোপটা করে বিদেশে পাচার করেছে। শেখ হাসিনা এর বাহিরে ছিলোনা। তেমনি তাঁর আমলা ও আইন শৃংখলা বাহিনীর একজন কনস্ট্রেবলসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ হাজার হাজার কোটি লোপাট করে নিয়ে পালিয়ে গেছে।
হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব বাদশা মিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সহকারি অধ্যাপক আব্দুর রাজ্জাক, হরিয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান, পারিলা ইউনিয়ন বিএনপি নেতা মান্নাফ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সাবেক যুগ্ম সোহেল রানা, অ্যাডভোকটে রাসেল, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন ও পবা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ জনগণ।