• ঢাকা, বাংলাদেশ
  • ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সিরাজগঞ্জে দেয়াল চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৬:৪৫

সিরাজগঞ্জে দেয়াল চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে ড্রেন নির্মাণের সময় ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) সকালে সিরাজগঞ্জ পৌর শহরের সাহেদনগড় ব্যাপারীপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৫ কেজি হেরোইনসহ, দুই নারী গ্রেপ্তার

জানা গেছে, সকালে ব্যাপারীপাড়ায় ড্রেন নির্মাণের জন্য খননকাজ করছিল ৫ শ্রমিক। এ সময় পার্শ্ববর্তী একটি বাড়ির দেয়াল ধসে পড়লে শ্রমিকরা দেয়ালের নিচে চাপা পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে নেন। সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মেডিনোভা হাসপাতালে আরেক শ্রমিককে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  রাবি নারী শিক্ষার্থীকে হেনস্তা ও মারধরের অভিযোগে বহিরাগত দুই যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রহমান জানান, ছয়-সাত ফুট উঁচু একটি দেয়াল ধসে পাঁচ শ্রমিক চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দেয়াল সরিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল: ছাত্রীর অভিযোগ ধর্ষণের

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675