• ঢাকা, বাংলাদেশ
  • ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘ভিতর থেকে ভেসে আসছিল সুর!’

প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ২:৫৭

‘ভিতর থেকে ভেসে আসছিল সুর!’

অনলাইন ডেস্ক : গত বছর জুলাই মাসে অনন্ত অম্বানী-রাধিকা মার্চেন্টের বিয়েতে দেখা যায় কার্দাশিয়ান বোনেদের। নিমন্ত্রণ খেতে এসে ভারতীয় সাজপোশাকে ধরা দিয়েছিলেন তাঁরা। হাতে শঙ্খবলয়, কপালে কুমকুম টিপ পরে মুম্বইয়ের রাস্তায় অটো চড়ে ঘুরে বেড়িয়েছিলেন।

মোটেও চিনতেন না অম্বানীদের। অথচ, তাদের ছেলের বিয়েতে এসেই ৪৮ ঘণ্টা ভারতে কাটিয়ে গেছিলেন কিম কার্দাশিয়ান ও তাঁর বোন ক্লোয়ি কার্দাশিয়ান! গত বছর জুলাই মাসে অনন্ত অম্বানী-রাধিকা মার্চেন্টের বিয়েতে দেখা যায় কার্দাশিয়ান বোনেদের। নিমন্ত্রণ খেতে এসে ভারতীয় সাজপোশাকে ধরা দিয়েছিলেন তাঁরা। হাতে শঙ্খবলয়, কপালে কুমকুম টিপ পরে মুম্বইয়ের রাস্তায় অটো চড়ে ঘুরে বেড়িয়েছিলেন। কিমকে চোখের সামনে দেখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়েছিলেন স্বয়ং সলমন খান, এমন ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। এ বার কিম জানালেন, তাঁরা আদৌ চিনতেনই না মুকেশ অম্বানীকে।

আরও পড়ুনঃ  হাসপাতালে ভর্তি অভিনেত্রী ভাগ্যশ্রী

তা হলে কেন নিমন্ত্রণ করা হল তাঁদের? সম্প্রতি কার্দাশিয়ান পরিবারের নিজস্ব সিরিজ় ‘দ্য কার্দাশিয়ানস’-এর একটি পর্বে ভারত ভ্রমণের অভিজ্ঞতা জানিয়েছেন কিম ও ক্লোয়ি। সেখানেই ক্লোয়ি খোলসা করেছেন বিষয়টি। তাঁর দাবি, নিমন্ত্রণপত্রটি দেখেই তাঁরা চমকে গিয়েছিলেন, অমন একটি নিমন্ত্রণপত্র হাতে পেয়ে আর ফেরাতে পারেননি।

আরও পড়ুনঃ  রং ছাপিয়ে প্রেমের জোয়ার!

কিম বলেন, “আমরা অম্বানীদের একেবারেই চিনতাম না। তবে আমাদের কিছু বন্ধু রয়েছে। লোরেন স্ক্রুওয়ার্টজ়, গহনা প্রস্তুতকারক, আমাদের দুই পরিবারেরই বন্ধু। অম্বানী পরিবারের জন্য গহনা বানান লোরেন।” এই লোরেনই নাকি প্রথম বার কিমকে অম্বানীদের বিয়ের বিষয়ে বলেন। কিমের কথায়, “লোরেনই বলেন, অম্বানীরা আমাদের নিমন্ত্রণ করতে চান। আমিও তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলি, ভারতে যাব।”

ক্লোয়ি জানান তাঁরা অবাক হয়ে গিয়েছিলেন নিমন্ত্রণপত্র পেয়ে। তিনি বলেন, “অদ্ভুত ছিল। প্রায় ৪০-৫০ পাউন্ড (১৮-২২ কিলোগ্রাম) ওজন হবে! ভিতর থেকে কোনও গানের সুর ভেসে আসছিল। এমন একটা নিমন্ত্রণপত্র হাতে পেয়ে আমাদের মনে হল, ‘না’ করা যায় না।”

আরও পড়ুনঃ  প্রথম সিরিজ নিয়ে ঈদে আসছেন জয়া আহসান

গত বছর ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানী ও নীতা অম্বানীর ছোট ছেলে অনন্তের বিয়েতে দেশ সাক্ষী ছিল এক এলাহি আয়োজনের। ১২ জুলাই গুজরাতের জামনগরে বসেছিল বিবাহবাসর। কিন্তু তার আগে মার্চ মাস থেকে শুরু হয় নানা অনুষ্ঠান। দেশে-বিদেশে একাধিক অনুষ্ঠানের আয়োজন করে অম্বানীরা। অতিথি হিসাবে বলিউডের তাবড় তারকা তো বটেই উপস্থিত ছিলেন, রিহানা, জাস্টিন বিবারের মতো আন্তর্জাতিক তারকাও।

সর্বশেষ সংবাদ

‘ভিতর থেকে ভেসে আসছিল সুর!’
শনিবার, মার্চ ১৫, ২০২৫ ৬:৩২
দিদির কাছে দাদার হার!
শনিবার, মার্চ ১৫, ২০২৫ ৬:৩২
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675