• ঢাকা, বাংলাদেশ
  • ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

তারেক জিয়া দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: মিনু

প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ১০:১৫

তারেক জিয়া দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: মিনু

স্টাফ রিপোর্টার : পতিত সরকারের প্রধানমন্ত্রী খুনিন হাসিনার নাম শুনলে মানুষের প্রান ভয়ে কেঁপে উঠতো। কারন তিনি সব থেকে খারাপ শাসক। তিনি সকল স্বৈরাচারকে পেছনে ফেলে এসেছে। অথচ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নাম শুনলে মানুষ দোয়া করে এবং হাসে। কারন তিনি মাদার অব ডেমোক্রসি। গণতন্ত্রের মানষ কণ্যা। তিনি জণগণকে সর্বদা ভালবাসেন। সকল ষড়যন্ত্র ও নির্যাতন উপেক্ষা বেগম জিয়া দেশে থেকেছেন। কোনভাবেই তিনি পালিয়ে যাননি।
অথচ ফ্যাসিস্ট হাসিনা বিপদ দেখলেই পালিয়ে যেত। এবার চিরতরে পালিয়ে গেছে। তবে তাকে দেশে ফিরিয়ে এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে বলে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন বেগম তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সৃস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই কথাগুলো বলেন।
তিনি আরো বলেন বেগম জিয়ার বড় ছেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই পথে হাঁটছেন। তিনি সুুদুর লন্ডনে থেকে বাংলাদেশের কাজ করছেণ। দলের কাজ করছেন। দীর্ঘ সতের বছর আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। যার ফল হচ্ছে গত বছরের জুলাই- আগস্ট এর পরি সমাপ্তি। ছাত্র-জনাত একতাবদ্ধ হয়ে আন্দোলন করে খুনি হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন অন্তবর্তী কালীন সরকার সে সময়ে ক্ষমতায় আসলেও সাত মাসে তেমন কোন অগ্রগতি করতে পারেনি। এজন্য তিনি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নির্যাতিত সরকারের হাতে শাসন ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান মিনু। শেষে দোয়া ও মোনাজাত করা হয়। 
৭নং ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে রোববার বিকেলে নগরীর পার্ক সংলগ্ন মাঠে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন রাজাপাড়া থানা মৎস্যজীবী দলের সভাপতি আলতাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজপাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, ৬ নং ওয়ার্ড সাবেক সভাপতি গোলাম নবী গোলাপ, সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, বিএনপি নেতা আবু আহমেদ লালটু, বিএনপি নেতা মোস্তাক, জেলা মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল ইসলাম বাবলু, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি , সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল ইসলাম রাতুল।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675