• ঢাকা, বাংলাদেশ
  • ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ওই কিরে, মধু মধু’তে মাতলেন আদনান-মেহজাবীন

প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ১০:০১

ওই কিরে, মধু মধু’তে মাতলেন আদনান-মেহজাবীন

অনলাইন ডেস্ক : মানুষের মুখে এখন শুধু ‘ওই কিরে ওই কিরে’, ‘মধু মধু’ ধ্বনী! এর নেপথ্যে সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া এক তরমুজ ব্যবসায়ী; যার এই বচনগুলো নিয়ে মেতে উঠেছে নেটিজেনরা। এবার সাম্প্রতিক এই বিনোদনে অংশ নিলো শোবিজঅঙ্গনও। নতুন দম্পতি আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরীও মাতলেন ‘ওই কিরে ওই কিরে’ আবহে!

আরও পড়ুনঃ  রূপের রহস্য জানালেন পরীমণি

সদ্যই বেশ জাঁকজমক আয়োজনে দীর্ঘদিনের প্রেমের পরিণয় ঘটিয়েছেন পরিচালক আদনান আল রাজীব ও অভিনেত্রী মেহজাবীন। বিয়ের অনুষ্ঠানে ছিল তাদের আদর-আবেগমাখা নানান সুন্দর মুহূর্ত। তারই একটি ভিডিওচিত্র নিয়ে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন রাজীব। কিন্তু তা দেখে যেন আর হাসি ঠেকাতে পারছেন না নেটিজেনরা।

ভিডিওটিতে দেখা যায়, বিয়ের পোশাকে থাকা মেহজাবীনের মাথা থেকে ঘোমটা সরিয়ে নিচ্ছেন আদনান। এ সময়ের দুজনের চোখে মুখে আনন্দ-হাসি। মেহজাবীনের কপালে চুমুও এঁকে দেন আদনান। আশেপাশের অতিথিরাও এ দেখে আপ্লুত।

আরও পড়ুনঃ  যারা ধর্ষণের বিচার চাইছে, তারাই কাজের বিনিময়ে শোয়ার শর্ত দিয়েছে

ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে সেই তরমুজ ব্যবসায়ীর বচন- ‘আল্লাহ তুমি ইজ্জত রাইখো, ওই কিরে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওই কিরে।’

ভিডিওটির ক্যাপশনে দুবার মাশাআল্লাহ-ও লিখেছেন আদনান। আর সেখানকার মন্তব্যঘরে সাড়া দিতেও দেখা গেছে মেহজাবীনকে। লিখেছেন, ‘এইসব কি রে’!

আরও পড়ুনঃ  মুরগি চুরি করতে গিয়ে দেখা, তাহমিনার প্রেমে পড়েন জয়নাল

বলা বাহুল্য, মেহজাবীন-আদনানকে এভাবে সেই ভাইরাল বিক্রেতার মন্তব্য নিয়ে মেতে ওঠা নিয়ে মজা নিয়েছেন তাদের অনুরাগীরাও। মেহজাবীনকে উদ্দেশ্য করে এক নেটিজেন লিখেছেন- ‘মধু মধু’, আরেকজন আদনানকে উদ্দেশ্য করে লিখেছেন- ‘ভাই জিতসেন’!

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675