• ঢাকা, বাংলাদেশ
  • ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

১৬ বছরের কিশোরের ওপর ক্ষুব্ধ মালাইকা

প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ১০:০৫

১৬ বছরের কিশোরের ওপর ক্ষুব্ধ মালাইকা

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। নিজের অর্ধেক বয়সী অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে বেশ চর্চায় ছিলেন একসময়। যদিও সেসব এখন শুধুই অতীত। এবার হাটুর বয়সী এক ছেলের বিরক্তের শিকার নায়িকা। আর এতে ছেলেটির ওপর চটেও যান তিনি।

এই মুহূর্তে নাচের একটি রিয়্যালিটি শো-এর বিচারকের দায়িত্বে আছেন মালাইকা। সেখানেই ১৬ বছর বয়সী এক প্রতিযোগী নৃত্য পরিবেশনের সময় মালাইকার উদ্দেশে অভব্য ইঙ্গিত করে। তারপরেই ফুঁসে ওঠেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ  ‘ভিতর থেকে ভেসে আসছিল সুর!’

এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। সেখানে মালাইকাকে বলতে শোনা যায়, ‘আমাকে চোখ মারছে, চুমু ছুড়ে দিচ্ছে!’

জানা গেছে, এই প্রতিযোগীর বয়স মাত্র ১৬ বছর। মালাইকার বক্তব্যকে সমর্থন করেছেন ওই শো-এর অন্যান্য প্রতিযোগিরা। তাদের দাবি, মালাইকা ছেলেটিকে বকুনি দিয়ে ঠিকই করেছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রতিযোগীর কাছে তার মায়ের ফোন নম্বরও চেয়েছেন মালাইকা।

আরও পড়ুনঃ  মুরগি চুরি করতে গিয়ে দেখা, তাহমিনার প্রেমে পড়েন জয়নাল

তবে এই ভিডিও নিয়ে নেটাগরিকেরা দুই শ্রেণিতে বিভক্ত হয়ে গেছেন। কারো মতে, শোয়ের জনপ্রিয়তা বাড়াতেই এই ধরনের কার্যকলাপ তৈরি করেন নির্মাতারা। অন্য পক্ষ অবশ্য মনে করছেন, মালাইকা প্রকাশ্যে সম্পূর্ণ বিষয়টির প্রতিবাদ করে সঠিক পদক্ষেপ করেছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675