• ঢাকা, বাংলাদেশ
  • ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

“সাংবাদিকদের দেখে নিবে সোহেল ভান্ডারী”

প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ৭:২৫

“সাংবাদিকদের দেখে নিবে সোহেল ভান্ডারী”

জহিরুল ইসলাম,ফরিদপুর : ফরিদপুরের সদরপুর উপজেলার চর মানাইর ইউনিয়নের চর চান্দ্রা এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দিয়েছে সোহেল মাতুব্বর ওরফে সোহেল ভান্ডারি। এ বিষয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গণমাধ্যমকর্মী।

১৮ মার্চ সকালে মুঠোফোনে কল দিয়ে দেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও দেখা নেয়ার হুমকি প্রদান করেন সোহেল ভান্ডারি।

আরও পড়ুনঃ  মানবিক আচরণের মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে : মিজানুর রহমান

সোহেল মাতুব্বর ওরফে সোহেল ভান্ডারি ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সিংগারডাক নয়াকান্দা এলাকার প্রয়াত তাজুল মাতুব্বরের ছেলে।

সোহেল ভান্ডারী আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ৫ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোল পাল্টে নিজেকে বিএনপির ক্ষমতাধর নেতা বলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেন। এ কারণে, তিনি বেপরোয়া আচরণ করছেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় ভারতীয় ‘নাসিক এন-৫৩ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে উদ্দীপনায় প্রান্তিক কৃষক

ওই প্রতিনিধি জানান, দীর্ঘদিন যাবৎ সোহেল ভান্ডারী সদরপুরের চর চান্দ্রা ইউনিয়নের অন্তর্গত আড়িয়াল খাঁ নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন তথ্যের ভিত্তিতে আমরা চারজন সরেজমিনে যাই ও ঘটনার সত্যতা পাই। এলাকাবাসী অভিযুক্ত সোহেল ভান্ডারীর বিরুদ্ধে নানন অভিযোগ করেন। তারই ভিত্তিতে আমরা সংবাদ প্রকাশ করি। এতে ক্ষিপ্ত হয়ে সোহেল ভন্ডারী আমাকে দেখে নেয়ার হুমকি দেয়। একইসাথে, অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় আগুনে পুড়ে প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: আশরাফ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। অভিযুক্ত’র বিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675