• ঢাকা, বাংলাদেশ
  • ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ফুটবলারের জন্য শোক পালনের পর জানা গেল তিনি জীবিত

প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ৮:৫৬

ফুটবলারের জন্য শোক পালনের পর জানা গেল তিনি জীবিত

অনলাইন ডেস্ক : সাবেক খেলোয়াড় কিংবা দল সংশ্লিষ্ট কারও মৃত্যুতে শোক জানাতে সাধারণত ম্যাচের আগে নীরবতা পালন করেন স্কোয়াডের সদস্যরা। বুলগেরিয়ার একটি ম্যাচে তেমনই দৃশ্য দেখা যায়। দেশটির শীর্ষ লিগে লেভস্কি সোফিয়া ক্লাবের বিপক্ষে নিজেদের সাবেক ফুটবলারের জন্য শোক পালন করে আর্দা কারজালি। পরে জানা যায় তাদের সাবেক খেলোয়াড় পেটকো গানচেভ বেঁচে আছেন।

আরও পড়ুনঃ  দিদির কাছে দাদার হার!

গত রোববারের এই ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়েছে ম্যাচের আগে নীরবতা পালন করা আর্দা কারজালি ক্লাব। যদিও শোক পালন করে দুই দলই। তবে নিজেদের সাবেক ফুটবলার হিসেবে এই আয়োজন করা হয় আর্দার পক্ষ থেকে। সেজন্য তারা ক্ষমাও চেয়েছেন সাবেক ওই ফুটবলারের কাছে। ক্লাবটি সেই খবর জানতে পারে ম্যাচ শেষ হওয়ার আগে। এরপর তারা নিজেদের ফেসবুক পেজে জানায়, গানচেভের মৃত্যুর যে তথ্য পেয়েছিল সেটি ভুল ছিল।

আরও পড়ুনঃ  অবশেষে ৭৫ লাখ রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজের ‘শিষ্য’

আর্দা কারজালি ক্লাব জানায়, ‘আর্দার সাবেক খেলোয়াড় পেটকো গানচেভ ও তার স্বজনদের কাছে ক্লাব কর্তৃপক্ষ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছে যে, আমরা তার মৃত্যুর ভুল খবর পেয়েছিলাম। আশা করি পেটকো আরও অনেক বছর সুস্থ থাকবে এবং আর্দার সাফল্য উপভোগ করবে।’ পরদিন (সোমবার) অবশ্য সেই পোস্টটিও সরিয়ে নেয় বুলগেরিয়ান ক্লাবটি।

আরও পড়ুনঃ  বাংলাদেশ ম্যাচের ১০ দিন আগেই ভেন্যুতে ভারত, ঘাম ঝরাচ্ছেন ছেত্রীরা

এর আগে যে ম্যাচের আগে এমন বিব্রতকর ঘটনা ঘটেছে, সেই খেলায় ১-১ গোলে ড্র করে লেভস্কি সোফিয়া ও আর্দা কারজালি। ১৬ দলের এই প্রতিযোগিতায় আর্দা বর্তমানে পাঁচে রয়েছে এবং পরবর্তী মৌসুমে ইউরোপিয়ান ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণেরও দুয়ার খোলা আছে। বিপরীতে তাদের প্রতিপক্ষ লেভস্কি আছে টেবিলের দুইয়ে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675