• ঢাকা, বাংলাদেশ
  • ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মান্দায় অবস্থিত পুরাকীর্তি মসজিদ

প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ৪:০২

মান্দায় অবস্থিত পুরাকীর্তি মসজিদ

এস এ সিরাজুল ইসলাম,মান্দা: নওগাঁর মান্দা উপজেলায় অবস্থিত চৌজা পুরাকীর্তি মসজিদটি দেশের প্রাচীন ক্ষুদ্রতম মসজিদগুলোর মধ্যে অন্যতম। চৌজা পুরাকীর্তি মসজিদটি মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা গ্রামে অবস্থিত। জেলা শহর থেকে মসজিদটির দূরত্ব প্রায় ৫২ কিলোমিটার। ২০০২ সালের ১৯ জুন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় চৌজা মসজিদকে ‘সংরক্ষিত পুরাকীর্তি’ হিসেবে ঘোষণা করে।
ইমামসহ মসজিদটিতে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন সাতজন মুসল্লি। তবে ভিতরে মুসল্লি সংকুলান না হওয়ায় মসজিদের বাইরে অস্থায়ীভাবে নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। আয়তকার এ মসজিদটি লম্বায় ১৫ ফিট, চওড়া ১৫ ফিট। মসজিদটির দেয়ালের পুরুত্ব প্রায় ৩ ফিট ৯ ইঞ্চি, মূল দরজার উচ্চতা ৫ ফিট এবং উত্তর ও দক্ষিণ পাশের ছোট দুটি দরজার উচ্চতা ৪ ফিট ৯ ইঞ্চি।

আরও পড়ুনঃ  শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যা

মসজিদটি এককক্ষ বিশিষ্ট ছোট্ট মসজিদ। এক গম্বুজবিশিষ্ট এ মসজিদে মোট তিনটি খিলান দরজা এবং চার কোনায় চারটি বুরুজ বা মিনার রয়েছে। এ ছাড়া মসজিদের মূল দরজা, উত্তর ও দক্ষিণের দরজা এবং মেহরাবের ওপরের অংশে দুটি করে মোট আটটি ছোট মিনার রয়েছে। মসজিদের তিনটি খিলান দরজার ওপরে চালা আকৃতির ডিজাইন করা রয়েছে।এ ছাড়া প্রতিটি বুরুজ বা মিনারের নিচের অংশে কলস আকৃতির ডিজাইন করা রয়েছে। মসজিদের প্রবেশ দরজার ওপরে টাঙানো রয়েছে পাঁচটি বাঁশের কাঠি যা দেখে অতীতে নামাজের ওয়াক্তের হিসাব করা হতো।মসজিদের কোনো শিলালিপি না থাকায় এর নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হয়, অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে নির্মিত হয় মসজিদটি। মসজিদের ইমাম হাফেজ রায়হান বলেন, চৌজা পুরাকীর্তি জামে মসজিদে জুমার নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয়ে থাকে। বিগত সময়ে মসজিদটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়; যা ২০০৪ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে সংস্কার করা হয়। বর্তমানে শ্যাওলা ধরে মসজিদটির সৌন্দর্য নষ্ট হচ্ছে। এ ছাড়া মসজিদটিতে অজু এবং শৌচাগারের ব্যবস্থা না থাকায় মুসল্লিদের ভোগান্তি পোহাতে হয়। চৌজা পুরাকীর্তি মসজিদের দেখভালের দায়িত্বে রয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতিনিধি নওগাঁর পাহাড়পুর ঐতিহাসিক বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু বলেন, ‘চৌজা মসজিদ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তি। মসজিদটি আমি দ্রুত পরিদর্শন করব। যদি মসজিদটির কোনো সংস্কারের প্রয়োজন হয় তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং সংস্কার করা হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675