স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকায় গত ৫ আগস্ট ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামি মো: তুষার (২৬) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকার বাসিন্দা মো: হাবিল মণ্ডলের ছেলে।
১৯ মার্চদুপুর পৌনে ১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই রিমন হোসাইন ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি তুষারকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। ঘটনার সময় আসামি তুষার মোটরসাইকেল ভাঙচুর ও সহিংসতায় অংশ নিয়েছিল। ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি