• ঢাকা, বাংলাদেশ
  • ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

২০২৪ সালে আরও একদফা বেড়েছে সমুদ্রের উচ্চতা

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫ ৩:৩৮

২০২৪ সালে আরও একদফা বেড়েছে সমুদ্রের উচ্চতা

অনলাইন ডেস্ক : বাৎসরিক তাপমাত্রার রেকর্ড রাখার রীতির প্রচলনের পর থেকে এ পর্যন্ত সবচেয়ে উষ্ণ বছরটি ছিল ২০২৪ সাল, অর্থাৎ গত বছর। ব্যাপক উষ্ণতা ও তাপমাত্রার জেরে উত্তর ও দক্ষিণমেরুসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের অনেক হিমবাহ দ্রুতহারে গলছে, ফলে বিগত বছরগুলোর মতো ২০২৪ সালেও বেড়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা।

জাতিসংঘের জলবায়ু পর্যবেক্ষণ বিষয়ক অঙ্গসংস্থা ওয়ার্ল্ড মেটেরোলোজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও) বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বের গড় তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৫৫ ডিগ্রি সেলসিয়াস, যা এর আগের বছর ২০২৩ সালে যে পরিমাণ তাপমাত্রা বেড়েছে, তার চেয়ে দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।

আরও পড়ুনঃ  ইসরায়েলি হামলায় গাজার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নিহত, মৃত বেড়ে ৩৫৬

তাপমাত্রা বৃদ্ধির ফলে বেড়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও। ডব্লিউএমও’র তথ্য অনুসারে, ২০২৪ সালে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা ৪ দশমিক ৭ মিলিমিটার বেড়েছে।

বাতাসে কার্বন ডাই অক্সাইডসহ বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি প্রতিনিয়ত বাড়তে থাকাই উষ্ণতা বৃদ্ধির মূল কারণ। প্রতিদিন বিপুল পরিমাণ জীবশ্ম জ্বালানি পোড়ানো, বন-জঙ্গল ধ্বংস, অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন বাতাসে গ্রিন হাউস গ্যাসের উপস্থিতি বাড়ানোর জন্য দায়ী।

আরও পড়ুনঃ  গাজায় নতুন করে হামলা ‘অগ্রহণযোগ্য’: ইউরোপীয় ইউনিয়ন

২০১৫ সালে প্যারিসে জাতিসংঘের উদ্যোগে যে জলবায়ু সম্মেলন হয়েছিল, সেখানে সদস্যরাষ্ট্রগুলো এই মর্মে একমত হয়েছিল যে বিশ্বের গড় তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রির বেশি বাড়তে দেওয়া যাবে না। এ সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষর করেছিল সদস্যরাষ্ট্রগুলো। চুক্তিটি প্যারিস চুক্তি নামে পরিচিত।

সেই হিসেবে গত বছরের তাপমাত্রা বৃদ্ধির তথ্য বেশ হতাশাজনক। তবে ডব্লিউএমও’র শীর্ষ বিজ্ঞানী, সমন্বয়ক ও এই প্রদিবেদেন প্রধান লেখক জন কেনেডি বলেছেন, “এক বছরে গড় তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি বৃদ্ধি হতাশাজনক। তবে তার মানে এই নয় যে প্যারিস চুক্তি ব্যর্থ হয়ে যাচ্ছে। যদি আমাদের সদিচ্ছা থাকে, তাহলে এখনও আমরা এই সংকট মোকাবিলায় অনেক কিছু করতে পারি।”

আরও পড়ুনঃ  মঙ্গলবার পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

প্রসঙ্গত, তাপমাত্রা বৃদ্ধির ফলে গত বছর বিশ্বজুড়ে ঝড়, অতিবর্ষণ, খরার, দীর্ঘমেয়াদী তাপপ্রবাহের মতো প্রাকৃতিক দুর্যোগের হারও ছিল বেশি। জাতিসংঘের হিসেব অনুসারে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ২০২৪ সালে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৮ লাখ মানুষ, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675