• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নওগাঁয় পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে নিহত ১, আহত ২

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫ ৮:১৩

নওগাঁয় পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে নিহত ১, আহত ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে, তাঁরা ডাকাত দলের সদস্য। বৃহস্পতিবার ভোরে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতেরা হলেন রুবেল হোসেন ও মাসুদ রানা। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  পাবনায় বালু সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আহত

পুলিশ জানায়, রাতে মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করছিল একদল ডাকাত। তবে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে গ্রামবাসী ছুটে আসে। তখন ডাকাতেরা দ্রুত একটি ট্রাকে উঠে পালিয়ে যায়।

খবর পেয়ে মহাদেবপুর থানা ও নওগাঁ সদর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ছয়টি স্থানে ব্যারিকেড বসায়। ডাকাতদের ট্রাক ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনজন গুরুতর আহত হয়। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজন মারা যায়।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় মায়ের সামনে ছেলের জীবন কেড়ে নিলো ঘাতক ট্রাক

নওগাঁ থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, নিহত ডাকাতের পরিচয় এখনো জানা যায়নি। আহত দুই ডাকাত রুবেল হোসেন ও মাসুদ রানাকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে একটি গরু ও দুটি ছাগল, যা ডাকাতির সময় লুট করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  চবি সমাবর্তনে আসছেন ড. মুহাম্মদ ইউনূস

তিনি আরও বলেন, ডাকাতদের বাড়ি বগুড়া ও নওগাঁ জেলার মহাদেবপুর ও রানীনগর এলাকায় হতে পারে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ডাকাত দলের অন্য সদস্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675