• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শারীরিক হেনস্তার বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী অবনীত

প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫ ৮:৩৯

শারীরিক হেনস্তার বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী অবনীত

অনলাইন ডেস্ক : বর্তমানে বলিউডে পরিচিত মুখ অভিনেত্রী অবনীত কৌর। ছোটবেলা থেকেই অভিনয় করছেন। তবে এই পর্যন্ত পৌঁছাতে বেশ কাঠখড়ও পোড়াতে হয়েছে। জনসমক্ষে এক পরিচালকের খারাপ আচরণ সহ্য করতে হয়েছিল অবনীতকে। আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তার। সেই ঘটনাই প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

সেই সময়ে অবনীতের বয়স মাত্র ১১ অথবা ১২। একটি ছবিতে স্বগতোক্তি (মোনোলগ) দেওয়া হয় অভিনেত্রীকে। সেখানে নাকি কিছু কঠিন শব্দ বলতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিল, খানিক তোতলাতে দেখেই রাগে ফেটে পড়েছিলেন পরিচালক।

আরও পড়ুনঃ  পাকিস্তানি অভিনেতার ‘চার বিয়ে’ বিতর্কে জড়িয়ে গেলেন মাহিরা খান!

অবনীত বলেছেন, ‘আমাকে খুব কঠিন একটি স্বগতোক্তি বলতে দেওয়া হয়েছিল। বেশ কিছু কঠিন শব্দ বলতে হয়েছিল। আমার বয়স তখন মাত্র ১১ বা ১২। ভয় পেয়ে গিয়েছিলাম। সংলাপটি বলতে গিয়ে থতোমতো খেয়ে যাচ্ছিলাম। তখন মাইক অন করে খুব রূঢ় ভাবে কথা বলতে শুরু করেন পরিচালক।’

আরও পড়ুনঃ  মাতৃত্বকালীন ছুটি শেষ করে শুটিংয়ে ফিরছেন দীপিকা?

পরিচালক দাবি করেছিলেন, অবনীতের দ্বারা কিছু হবে না। অভিনেত্রী বলেছেন, ‘তিনি বলেছিলেন, এই জগতে আমি কিছুই করে উঠতে পারব না। এমনকি আমাকে গালিগালাজও করেছিলেন। আমি বুঝতে পারছিলাম না, কী করব। সেটে আমার মা-বাবাও ছিলেন না।’ তবে ঘটনার পরে শুটিং সেট থেকে বেরিয়ে বাবা-মায়ের কাছে ছুটে গিয়েছিলেন অবনীত।

এখানেই শেষ নয়। শারীরিক হেনস্তার শিকারও হয়েছিলেন অবনীত। নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছিলেন তিনি। অভিনেত্রী বলেছেন, ‘নাচের মহড়ার সময়ে এটা ঘটেছিল। একজন প্রায়ই স্পর্শ করত। ঘটনাটা মাকে জানানোর পরে মা আমাকে ভালো ও খারাপ স্পর্শের মধ্যে পার্থক্য বুঝিয়েছিলেন।’

আরও পড়ুনঃ  ‘মা ছাড়া মেয়ের জীবন কতটা বেদনার তা কেবল সেই সন্তানই বোঝে’

প্রসঙ্গত, ‘লাভ ইন ভিয়েতনাম’ বলে একটি ছবিতে অভিনয় করছেন অবনীত। এছাড়া টম ক্রুজের ছবি ‘মিশন ইমপসিবল-দ্য ফাইনাল রেকর্ডিং’ -এ তাকে দেখা যাবে।

সর্বশেষ সংবাদ

নিয়ামতপুরে গণহত্যা দিবস পালিত
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ১:৪৭
সেই ভয়াল গণহ(ত্যার) দিন আজ
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ১:৪৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675