• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মধ্যপ্রাচ্যে ২৯ মার্চ চাঁদ দেখা অসম্ভব, রমজান হতে পারে ৩০ দিন

প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ১০:২৬

মধ্যপ্রাচ্যে ২৯ মার্চ চাঁদ দেখা অসম্ভব, রমজান হতে পারে ৩০ দিন

অনলাইন ডেস্ক : আরব ও ইসলামী বিশ্বের সকল অঞ্চলে ২৯ মার্চ (শনিবার) শাওয়াল মাসের অর্ধচন্দ্র দেখা অসম্ভব হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। কেননা এ দিন চাঁদ সূর্যের আগে অস্ত যাবে এবং চাঁদ-সূর্যের সংযোগ ঘটবে সূর্যাস্তের পরে।

এর ফলে মধ্যপ্রাচ্যে রমজান মাস সম্ভবত ৩০ দিন পর্যন্ত বেড়ে যাবে। আর ঈদুল ফিতর ৩১ মার্চ (সোমবার) পড়তে পারে।

আরও পড়ুনঃ  চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ করলে উভয়েই হেরে যাবে : চীনা প্রধানমন্ত্রী

শাওয়াল মাস শুরু হয়েছে, তা নিশ্চিত করার জন্য প্রকৃত চাঁদ দেখা প্রয়োজন। গলফ নিউজ জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র বলেছে, বিশ্বের বেশিরভাগ দেশ শনিবার (২৯ মার্চ) শাওয়াল মাসের অর্ধচন্দ্র দেখার প্রস্তুতি নেবে। তবে ওইদিন পৃথিবীর পূর্বাঞ্চল থেকে অর্ধচন্দ্র দেখা যাবে না।

এছাড়া খালি চোখ, টেলিস্কোপ এবং জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তিসহ সমস্ত পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করে আরব ও ইসলামি বিশ্বের কোনো দেশ থেকে চাঁদ দেখা সম্ভব হবে না।

আরও পড়ুনঃ  নাইজারে মসজিদে হামলায় নিহত ৪৪

শুধুমাত্র আমেরিকা মহাদেশের মধ্য ও উত্তর অংশ থেকে টেলিস্কোপ ব্যবহার করে অর্ধচন্দ্র দেখা সম্ভব হতে পারে। কিন্তু টেলিস্কোপ দিয়েও আমেরিকা মহাদেশের পূর্ব অংশ থেকে এই অর্ধচন্দ্র দেখা যাবে না। এছাড়া যুক্তরাষ্ট্রের পশ্চিমে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলো ছাড়া খালি চোখে অর্ধচন্দ্র দেখার কোনো সম্ভাবনা নেই।

আরও পড়ুনঃ  ট্রাম্পের হুমকির মুখে আগাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কানাডা

উল্লেখযোগ্যভাবে শনিবার মৌরিতানিয়া, মরক্কো, আলজেরিয়া এবং তিউনিসিয়াসহ পশ্চিম আরব বিশ্বের কিছু অংশে একটি আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। সূর্যগ্রহণ হল একটি স্পষ্ট জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা যা খালি চোখে দেখা যায়। এটি নিশ্চিত প্রমাণ হিসেবে কাজ করে যে, সেই সময়ে অর্ধচন্দ্র দেখা যাবে না।-ইত্তেফাক

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675