• ঢাকা, বাংলাদেশ
  • ৩০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চবি সমাবর্তনে আসছেন ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ১০:৩৭

চবি সমাবর্তনে আসছেন ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় এবং বিশেষ এ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুনঃ  ভোলাহাটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির উদ্দ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়ে নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে উপস্থিত থাকার ব্যাপারে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা দেবেন রায়ের পরলোক গমন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান উপদেষ্টাকে ‘ডক্টর অব লেটারস’ (ডি.লিট) প্রদান করা হবে। তিনি সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন।

১৯৭২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন অধ্যাপক ড. ইউনূস। পরে বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং ১৯৮৯ সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন প্রধান উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675