আরিফুল ইসলাম, রাজশাহী : ২৬শে মার্চ আমাদের জাতীয় গৌরবের প্রতীক। এই দিনটি আমাদেরকে স্বাধীনতার চেতনা, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার প্রেরণা দেয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।

২৬শে মার্চ ২০২৫ বুধবার ভোর ৬:৩০ টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, ব্যানার টানানো, জাতীয় দিবসের ব্যাচধারণ করে সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া করা হয় এবং আঞ্চলিক কেন্দ্রের প্রধান ফটকে আলোকসজ্জ্বার ব্যবস্থা করা হয়। উক্ত অনুষ্ঠানে আঞ্চলিক পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান আহমেদ-এর নেতৃত্বে আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
কতৃর্পক্ষের নির্দেশনা মোতাবেক সকল কর্মসূচি একইভাবে বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন পাবনা, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।