• ঢাকা, বাংলাদেশ
  • ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাগমারায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ৩:২৩

বাগমারায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষে বাগমারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দিনের শুরুতে উপজেলা সদর ভবানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ৬ টার দিকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

পরে শহীদদের স্মরণে শহিদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধ কমান্ড, স্থানীয় রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠনের পক্ষে পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীর বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের ভিড়

পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

অপরদিকে সকাল ৯ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ভবানীগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে সবাইকে ফুলের শুভেচ্ছা জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ  বাঘায় এক বাক প্রতিবন্ধী নববধূকে স্বামীর নির্যাতন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে

একাডেমিক সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীত এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারি কমিশনার (ভূমি) নাহিদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার সরকার, বীর মুক্তিযোদ্ধা খয়বার রহমান, সামসুল হক, রেজাউল করিম রুবেল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শফিউল্লাহ নেওয়ার,প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক, মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, খাদ্য কর্মকর্তা নবী নেওয়াজেস আমিন সেতু, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, সহ বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675