• ঢাকা, বাংলাদেশ
  • ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নগরীতে পুলিশের অভিযানে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ ২:২৫

নগরীতে পুলিশের অভিযানে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরী’র শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: আব্দুর রহমান (২৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর পেড়াটোলা এলাকার মো: আ: লতিফের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৬ মার্চ দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের এসআই মো: মিজানুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শাহমখদুম থানার খড়খড়ি বাজার হতে বড়বনগ্রামের দিকে একজন ব্যক্তি অটোরিকশায় গাঁজা নিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ  নাটোরে সেই ডিসি বাংলোতে মাটির নিচে ব্যালট পেপারসহ যা যা মিলল

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম গতকাল দিবাগত রাত পৌনে দুইটাই শাহমখদুম থানার বড়বনগ্রাম রাস্তার পাশে অবস্থান নেয়। এসময় উক্ত অটোরিকশাটি আসতে দেখে ডিবি পুলিশ অটোরিকশাটি থামার সংকেত দেয়। সংকেত পেয়ে অটোরিকশাটি থামালে সেখান থেকে এক ব্যক্তি অটো থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে তাকে আটক করে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  সৌদির সাথে মিল রেখে পুঠিয়ার একটি গ্রামে ঈদ পালন

জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, রাজশাহীতে গাঁজা বিক্রির জন্য কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে রাজশাহীতে গাঁজা নিয়ে আসছে। এছাড়াও দীর্ঘদিন যাবত সে গাঁজা ক্রয় করে খুচরা মাদক ব্যবসায়ীদের বিক্রি করে আসছে।

আরও পড়ুনঃ  রাজশাহীর বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের ভিড়

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

ঈদেও ফিলিস্তিনকে স্মরণ করছেন হামজা
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫ ১:৪৯
পরীমণির হাতে ‘এস’, ভক্তরা বলছেন- ‘শেখ সাদী’
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫ ১:৪৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675