• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর পুনম, কে এই নারী?

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ৪:৩৮

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর পুনম, কে এই নারী?

অনলাইন ডেস্ক : ভারতের কেন্দ্রীয় ব্যাংক ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) নতুন ডেপুটি গভর্নর নিযুক্ত হয়েছেন পুনম গুপ্তা। বুধবার (২ এপ্রিল) তাকে এই পদে নিয়োগ দেয় দেশটির সরকার।

এর আগে ন্যাশনাল কাউন্সিল অব অ্যাপ্লায়েড ইকোনমিক রিসার্চের (এনসিএইআর) ডিরেক্টর জেনারেল ছিলেন তিনি। অর্থনীতিতে স্নাতকোত্তর এই কর্মকর্তাকে আগামী তিন বছরের জন্য আরবিআইয়ের ডেপুটি গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, ন্যাশনাল কাউন্সিল অব অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ (এনসিএইআর)-এর ডিরেক্টর জেনারেল পুনম গুপ্তাকে তিন বছরের জন্য রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত করেছে কেন্দ্রীয় সরকার।

আগামী ৭-৯ এপ্রিল নির্ধারিত গুরুত্বপূর্ণ মুদ্রা নীতি কমিটির (এমপিসি) সভার আগে নিয়োগ পেলেন তিনি। পুনম গুপ্তা সাবেক ডেপুটি গভর্নর মাইকেল পাত্রের স্থলাভিষিক্ত হবেন, যিনি এই বছরের জানুয়ারিতে অবসর গ্রহণ করেছেন।

আরও পড়ুনঃ  দুর্নীতির দায়ে পশ্চিমবঙ্গে ২৬ হাজার শিক্ষকের নিয়োগ বাতিল

কে এই পুনম গুপ্তা?
আরবিআইয়ের ডেপুটি গভর্নর পদে পুনম গুপ্তার নিয়োগ অনুমোদন করেছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি। পুনম দেমটির প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্বপালন করছেন।

ন্যাশনাল কাউন্সিল অব অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ (এনসিএইআর)-এর নেতৃত্ব দেওয়ার আগে তিনি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনে গ্লোবাল ম্যাক্রো অ্যান্ড মার্কেট রিসার্চের লিড ইকোনমিস্ট হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস এবং দিল্লি স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গবেষকও ছিলেন। বর্তমানে পুরম গুপ্তা ১৬তম অর্থ কমিশনের উপদেষ্টা পরিষদের সদস্য।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, পুনম গুপ্তা যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং পিএইচডি করেছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের দিল্লি স্কুল অব ইকোনমিক্স থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। মোট তিনটি প্রতিষ্ঠান থেকে অর্থনীতিতে মাস্টার ডিগ্রি পেয়েছেন পুনম।

আরও পড়ুনঃ  গাজায় যুদ্ধাপরাধ নিয়ে তদন্ত চান ১৩ ইসরায়েলি আইনজীবী

ভারতীয় বার্তাসংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুসারে, পুনম মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়, দিল্লি স্কুল অব ইকোনমিক্সে এবং দিল্লির আইএসআই-তে ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে শিক্ষকতা করেছেন। তিনি এনআইপিএফপি-তে আরবিআই চেয়ার প্রফেসর এবং আইসিআরআইইআর-এ অধ্যাপকও ছিলেন।

পুনম গুপ্তা প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৬তম অর্থ কমিশনের উপদেষ্টা পরিষদের আহ্বায়ক। বর্তমানে তিনি এনআইপিএফপি এবং জিডিএন বোর্ডে রয়েছেন, যা বিশ্ব ব্যাংকের ‘দারিদ্র্য ও সমতা’ এবং ‘বিশ্ব উন্নয়ন প্রতিবেদন’-এর জন্য উপদেষ্টা গোষ্ঠী।

এছাড়াও তিনি নীতি আয়োগের উন্নয়ন উপদেষ্টা কমিটির সদস্য। ভারতে জি২০ শীর্ষ সম্মেলনের সময় পুনম অর্থনীতি ও বাণিজ্য সম্পর্কিত টাস্ক ফোর্সের চেয়ারপার্সন পদে ছিলেন।

আরও পড়ুনঃ  মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক টিমোথি হফ বরখাস্ত

ওয়াশিংটন ডিসিতে আইএমএফ এবং বিশ্ব ব্যাংকে প্রায় দুই দশক ধরে কাজ করার পর ২০২১ সালে পুনম এনসিএইআর-এ যোগ দেন। তিনি বর্তমানে ভারতের বৃহত্তম অর্থনৈতিক নীতি থিংক ট্যাংকের ডিরেক্টর জেনারেল পদে আছেন।

পুনম অর্থনৈতিক প্রবৃদ্ধি, কেন্দ্রীয় ব্যাংকিং, অর্থনৈতিক স্থিতিশীলতা, সরকারি ঋণ এবং রাষ্ট্রীয় অর্থায়ন সম্পর্কিত বিষয়গুলোতে কাজ করেছেন। তিনি আন্তর্জাতিক অর্থনীতিতে পিএইচডি করার জন্য ১৯৯৮ সালে এক্সিম ব্যাংক পুরস্কার পেয়েছিলেন।

সংবাদমাধ্যম বলছে, এমন এক সময় পুনম রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি গভর্নর নিযুক্ত হলেন যখন ভারতীয় কেন্দ্রীয় ব্যাংককে কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। আর এই কঠিন সময়ে পুনমের ওপরই আস্থা রাখল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675