অনলাইন ডেস্ক : হাসপাতালে ভর্তি বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ। মুম্বাইয়ের একটি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি তিনি। অসুস্থতার খবর পেয়ে দিনকয়েক আগে তড়িঘড়ি ছুটে যান জ্যাকুলিন।
এরই মধ্যে জ্যাকুলিনের মা কে নিয়ে ছড়াল এক ভুয়া খবর। চিকিৎসা চলাকালিন হঠাতই রটে যায়, জ্যাকুলিনের মা নাকি মারা গেছেন। জল্পনাটি আরও বাড়ে, যখন বাবার সঙ্গে বিষণ্ণ মুখে হাসপাতালে প্রবেশ করতে দেখা যায় অভিনেত্রীকে। যদিও মৃত্যুর বিষয়টি সত্যি নয়।
তবে এ খবরে অনেক বেশি বিরক্ত হন অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম বলছে, স্বাভাবিকভাবেই এমনটা মেনে নিতে পারেননি নায়িকা। উল্লেখ্য, স্ট্রোক হয়েছিল অভিনেত্রীর মায়ের; তাই আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি।
জ্যাকুলিনের মা এখনও আইসিইউতে রয়েছেন। তিনি সুস্থ হয়ে উঠছেন ধীরে ধীরে। পরিবারের লোকেদের প্রতি মুহূর্তে আপডেট দেওয়া হচ্ছে। তবে এই কঠিন সময়ে জ্যাকুলিন তার মায়ের সঙ্গে সর্বক্ষণ থাকার সিদ্ধান্ত নিয়েছেন।