বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

ইংলিশ কাউন্টিতে ওয়ানডে খেলার প্রস্তাব পেয়েছেন মিরাজ

অনলাইন ডেস্কঃ ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ওয়ানডে খেলার প্রস্তাব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ দলের আন্তর্জাতিক ব্যস্ততা না থাকলে আগামী আগস্টে এই অলরাউন্ডারকে পেতে চায় কাউন্টি দল ওয়ারউইকশায়ার। মিরাজেরও সেখানকার ওয়ানডে টুর্নামেন্ট ‘ওয়ান ওয়ানডে কাপে’ কিছু ম্যাচ খেলার ইচ্ছা আছে।

মিরাজ বিষয়টি জানিয়ে প্রথম আলোকে বলেছেন, ‘যদি জাতীয় দলের খেলা না থাকে, তাহলে বোর্ডের অনুমতি নিয়ে ৫-৬টা ম্যাচ খেলে আসব। কাউন্টি দলের হয়ে খেলার ইচ্ছা ছিল সব সময়। এখন দেখি, যদি সময়–সুযোগ হয়, তাহলে হয়তো সেখানে কিছু ওয়ানডে খেলা হবে।’

মিরাজকে প্রস্তাবটা দিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে মিরাজের দল মোহামেডানের হয়ে খেলতে আসা ইংলিশ ক্রিকেটার জ্যাক লিনটট। তিনিও ওয়ারউইকশায়ারের হয়ে সাদা বলের ক্রিকেট খেলেন। মিরাজ বলেছেন, ‘লিনটট ঢাকা লিগ খেলতে এসে প্রথমে আমাকে খেলার কথা বলেছিল। এখন খেলা না খেলার বিষয়টা নির্ভর করছে জাতীয় দলের ব্যস্ততার ওপর।’

বাংলাদেশ দল কদিন আগেই ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে এসেছে। এখন ক্রিকেটাররা আছেন ছুটিতে। আগামী মাসে আবার তাঁদের ব্যস্ততা শুরু হবে। আগামী ১০ জুন বাংলাদেশে আসার কথা আফগানিস্তান দলের। সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

বাংলাদেশ-আফগানিস্তানের খেলা শেষ হবে ১৬ জুলাই। এরপর আগস্টের শেষ সপ্তাহ থেকে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ শুরু হওয়ার কথা, যা চলবে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত। ওদিকে ইংল্যান্ডে ওয়ান ওয়ানডে কাপ শুরু হবে ১ আগস্ট, ফাইনাল ১৬ সেপ্টেম্বর।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com