• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মাদারীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫ ১:৫৪

মাদারীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে ১৯টি ব্যবসাপ্রতিষ্ঠান। আজ (শুক্রবার) ভোররাতে জেলা শহরের বাণিজ্যিক এলাকা পুরাণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৩টার দিকে সৌরভ হার্ডওয়্যার নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর, কালকিনি, রাজৈর উপজেলার খালিয়া ও টেকেরহাট ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় সাড়ে তিনঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুড়ে ছাই হয়ে যায় কাপড়, কসমেটিকসের অন্তত ১৯টি দোকান। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

আরও পড়ুনঃ  পরাজিত শক্তি বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে : রিজভী

এদিকে অগ্নিকাণ্ডের খবর জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, মাদারীপুরের জামায়াতের জেলা আমির মাওলানা মোখলেসুর রহমান, পৌর আমির ডাক্তার আলমগীর হোসাইন, পৌর নায়েবে আমির আব্দুর রহিম মোল্লাসহ অনেকই।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ১০

মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। বাণিজ্যিক এলাকা পুরাণবাজারে পানি সরবরাহ করতে দেরি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675