স্টাফ রিপোর্টার,ফরিদপুর: ঘরে ঘরে বিএ পাস সুখে থাকবো বার মাস- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জানদী গ্রামের বধ্যোভূমি স্মৃতি বিজড়িত এলাকার সেনপাড়ায় উচ্চ শিক্ষিত গুণিজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে সংবর্ধনা প্রদান করে শিক্ষাই মোদের হাতিয়ার সামাজিক সংগঠন।
এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. খায়রুল বাশার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান, কবি আবু জাফর দিলু, প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন, মেজবাহ উদ্দিন, আব্দুর রশিদ মিয়া, শামচুল আলম, আলমগীর তালুকদার ও শিক্ষাই মোদের হাতিয়ার সংগঠনের সহসভাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক শাহ আলমগীর মিয়া ও সাজু চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষাই মোদের হাতিয়ার সামাজিক সংগঠনের সভাপতি কবি এডভোকেট নুরুল ইসলাম চৌধুরী নাননুর আকাশ ভরা নক্ষত্র গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
এর আগে জানদি গ্রামের প্রয়াত সকল শহীদ ও বুদ্ধিজীবী এবং আলোকিত মানুষের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।