• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

জুলাই অভ্যুত্থানের সময় গ্রেপ্তার, জেল খেটে দেশে ফিরল ১০ সৌদি প্রবাসী

প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫ ৫:২৪

জুলাই অভ্যুত্থানের সময় গ্রেপ্তার, জেল খেটে দেশে ফিরল ১০ সৌদি প্রবাসী

অনলাইন ডেস্ক : শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ৫ আগস্ট সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা আনন্দ ও প্রীতিভোজ অনুষ্ঠান করেন সেখান থেকে ১২ জনকে গ্রেপ্তার করে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আট মাস জেলখানায় বন্দিজীবন অতিবাহিত করার পর ১২ জনের ১০ জনকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত দেড়টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তারা। তাদের মধ্যে কয়েকজন বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  বিমসটেক সদস্যদের বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার আহ্বান ঢাকার

ফেরত আসা প্রবাসীরা বলছেন, সরকারসহ সবার সহযোগিতায় অনিশ্চিত পরিস্থিতি থেকে মুক্ত হয়েছেন তারা। তবে সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছ থেকে যোগাযোগে ঘাটতি ছিল অভিযোগ করে সরকারের কাছে আর্থিক সহযোগিতা চান তারা।

আরও পড়ুনঃ  ব্যাংককে ইউনূস-মোদি বৈঠক শুক্রবার

ইয়াকুব নামে একজন প্রবাসী ব্যবসায়ী বলেন, বাংলাদেশ সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। সরকারের সহযোগিতায় আমরা প্রায় ৮ মাস পর বন্দিখানা থেকে মুক্তি হতে পেরেছি।

তিনি বলেন, গত বছরের ৯ আগস্ট বাংলাদেশের শান্তি রক্ষার জন্য আমরা একটা আয়োজন করেছিলাম। সৌদি আরব সরকার বলেছে কোনো বাংলাদেশি মিছিল, ব্যানার, পোস্টার করলে তাদের ধরে দেশে ফেরত পাঠিয়ে দিতে। আমরা সে দেশের আইনকে শ্রদ্ধা জানিয়ে গত ২০ বছর সেখানে অবস্থান করেছি। কিন্তু আমাদের ভুল ছিল এতটুকুই, আমরা জানতাম না যে ঘরোয়াভাবেও আয়োজন করা অন্যায়।

আরও পড়ুনঃ  এপ্রিলে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

জানা যায়, পাসপোর্ট জটিলতায় বাকি দুইজন আসতে পারেনি।-ইত্তেফাক

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675