লাঙ্গলবন্দে মধ্যরাতে শুরু হচ্ছে স্নানোৎসব

লাঙ্গলবন্দে মধ্যরাতে শুরু হচ্ছে স্নানোৎসব

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত ২টা ৮ মিনিট থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী স্নানোৎসব। পাপমোচনের এই স্নানোৎসব শেষ হবে শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫১ মিনিটে।

স্নানোৎসব উপলক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে লাঙ্গলবন্দের স্নানোৎসব এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।

স্নান এলাকায় ২০টি স্নান ঘাটলায় কাপড় পাল্টানো, চিকিৎসা সেবায় ভ্রাম্যমাণ কেন্দ্র, শৌচাগার, বিশুদ্ধ পানি সরবারাহ, ও পুণার্থীদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর দেড় হাজার সদস্য। স্নান এলাকায় টহলে থাকবে সেনাবাহিনী, র‍্যাব, ব্রহ্মপুত্র নদে টহলে থাকবে নৌ পুলিশ ও কোস্ট গার্ড।

আরও পড়ুনঃ  চাঞ্চল্যকর শিশু ধর্ষণের ঘটনায় শ্বশুর বাড়ি থেকে ধর্ষক গ্রেফতার!

জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, আগত পুণ্যার্থীদের সুবিধার্থে ১৬০টি শৌচাগার স্থাপন করা হয়েছে। স্নান এলাকায় নিরাপত্তায় বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। সিসিটিভির পাশাপাশি পর্যবেক্ষণের জন্য থাকবে ড্রোন। পুণ্যার্থীদের নিরাপত্তায় লাঙ্গলবন্দ জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগাম প্রস্তুতি সম্পন্ন করেছে।

আরও পড়ুনঃ  হাজারো প্রাণের উচ্ছ্বাসে শেষ হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন কমিটির উপদেষ্টা জয় কে রায় চৌধুরী বাপ্পি বলেন, শুধু নিরাপত্তা বিষয় না, দায়িত্ব পালনকালে একজন পুলিশ সদস্যের খাওয়া-দাওয়ার বিষয়টিও জেলা প্রশাসক নিজে তদারকি করছেন।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করা হয়েছে। জায়গায় জায়গায় সিসি ক্যামেরা থাকবে। এবার মেজর আফসানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ জন সদস্যও মোতায়েন থাকবে। এছাড়াও জেলা প্রশাসক মহোদয় প্রতি ঘণ্টায় ঘণ্টায় আমার কাছে থেকে আপডেট নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

আরও পড়ুনঃ  নাটোর আদালতের মালখানায় চুরির ঘটনায় আকাশ-বাতাসসহ গ্রেপ্তার ৮

তিনি বলেন, নিরাপত্তার জন্য ১৪৪২ জন পুলিশ সদস্য, ৪৭১ জন আনসার, নৌ-পুলিশের ৬৪ জন, কোস্ট গার্ড ও হাইওয়ে পুলিশের একটি করে টিম দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, মন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরীতকী, ডাব, আম্রপল্লব নিয়ে পুণ্যার্থীরা স্নানে অংশ নেবেন। লগ্ন শুরুর পরপরই পুণ্যার্থীর ঢল নামবে লাঙ্গলবন্দের তিন কিলোমিটার এলাকাজুড়ে। পাপমোচনের বাসনায় বিভিন্ন অঞ্চল থেকে আসা পুণ্যার্থীদের পদচারণনায় মুখরিত হয়ে ওঠবে লাঙ্গলবন্দ।-ঢাকা পোস্ট

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *