বাঘায় বিএনপি নেতার নির্দেশে সংখ্যালঘু এক ব্যক্তিকে মারধরের অভিযোগ

বাঘায় বিএনপি নেতার নির্দেশে সংখ্যালঘু এক ব্যক্তিকে মারধরের অভিযোগ

মোহাঃ আসলাম আলী,বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে বিএনপি’র নেতার নির্দেশে এক সংখ্যালঘু ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে। আহত ওই ব্যক্তির নাম অনন্ত সরকার (৪৪)। সে উপজেলার বাউসা ইউনিয়নের খোদ্দ বাউসা কাচারী পাড়া গ্রামের অজিত চন্দ্র সরকার এর ছেলে। এ ঘটায় বাঘা থানায় একটি অভিযোগ হয়েছে।

শনিবার (০৫ এপ্রিল-২৫) রাত সাড়ে ৮ টায় উপজেলার বাউসা ইউনিয়নের খোদ্দ বাউসা কাচারীপাড়া হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নে খোদ্দ বাউসা কাচারীপাড়া গ্রামের সংখ্যালঘু অনন্ত সরকার এর ফসলি জমিতে একই এলাকার রুস্তমের ছেলে লালন উদ্দিন তার ছাগল ছেড়ে দেয়। জমির মালিক অনন্ত সরকার সেখানে গিয়ে লালনকে ছাগল দিয়ে ফসল খাওয়াতে নিষেধ করলে অভিযুক্ত লালন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়-ভীতি ও বিভিন্ন ভাবে হুমকি দেয়। এ সময় সে প্রাণ ভয়ে বাড়ী চলে আসেন। পরবর্তীতে অনন্ত সরকার শ্রমিককে টাকা দেয়ার জন্য বাজারে গেলে পিছন থেকে লালন তাকে অতর্কিত ভাবে মারধর করে জখম করে। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসা শেষে সে বাঘা থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুনঃ  আমরা উড্ডয়ন শুরু করে ফেলেছি, নামার সুযোগ নেই : পরিসংখ্যান সচিব

নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার একাধিক ব্যক্তি জানান, এর আগে ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউল করিম এর ছত্রছায়ায় লালন বিভিন্ন ভাবে আমাদের লাঞ্চিত ও মার ধর করেছে। সে ওই এলাকার সন্ত্রাসী ও দুঃস্কৃতিকারী একজন ব্যক্তি । ইতঃপূর্বে তার বাড়িতে নিষিদ্ধ গঁাজার গাছ চাষের অপরাধে আদালতে মামলা চলমান রয়েছে বলে জানান তারা।
এ বিষয়ে অনন্ত সরকার বলেন, বাউসা ইউনিয়নে বিএনপি’র সভাপতি রেজাউল করিম এর ছত্র-ছায়ায় লালন উদ্দীন বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ  ‘বি’ ইউনিটের পরীক্ষা দিয়ে রাবির ভর্তিযুদ্ধ শুরু, আসনপ্রতি লড়বেন ৭৬ জন

অভিযুক্ত লালন উদ্দীন এই প্রতিবেদকে জানান, আমি তাকে জমি ঘিরে আবাদ করার কথা বল্লে সে আমাকে বাপ তুলে গালি দেয়। ফলে আমি ক্ষুদ্ধ হয়ে তাকে কয়েকটি কিল ঘুষি মেরেছি এর বেশি কিছু নহে।

আরও পড়ুনঃ  বিশেষ অভিযানে ৬ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৪

বিএনপি নেতা রেজাউল করিম জানান, অনন্ত সরকারকে কে বা কারা মারধর করেছে আমি কিছুই জানিনা এবং যারা এই ঘটনা সঙ্গে জড়িত তারা কেউ আমার লোক না।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সুপ্রভাত মন্ডল জানান, এ বিষয়ে অভিযোগ করেছে শুনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *