নগরীতে ছাদ থেকে পড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী নারীর মৃত্যু

নগরীতে ছাদ থেকে পড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে ফারিহা নাজনীন রিসতা (৩৫) নামের আমেরিকা প্রবাসী এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরীর কাজলা ঘোষপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানকার একটি বিল্ডিংয়ের আটতলা থেকে তিনি পড়ে যান।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

নিহত রিসতা এই ভবনের সাততলায় মায়ের সঙ্গে থাকতেন। কয়েক মাস আগে তিনি দেশে আসেন। তবে পুলিশ বলছে, ফারিহার মানসিক সমস্যা ছিল। ফারিহার বড় বোন ও বাবা প্রবাসী। মা, ছোট বোন ও ছোট বোনের স্বামী রাজশাহীতে থাকেন।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক পরিবারের বরাত দিয়ে জানান, ফারিহা বুয়েটে পড়ালেখা শেষ করে আমেরিকা পাড়ি জমান। সেখানে স্বামীর সঙ্গে বসবাস করতেন। সম্প্রতি দেশে এসে মা ও বোনের সঙ্গে রাজশাহীতে নিজেদের ফ্ল্যাটে থাকতেন। আজ ছাদে উঠলে সেখান থেকে ভবনের সামনের সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরও পড়ুনঃ  জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র পরিচালক এবং পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা

আব্দুল মালেক আরও জানান, ফারিহা মানসিক রোগী ছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। ছাদ থেকে পড়ে যাওয়ার কারণ অসাবধানতা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *