• ঢাকা, বাংলাদেশ
  • ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

লম্পট পিতা গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ ১২:০৩

লম্পট পিতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,ফরিদপুর : পিতার বিরুদ্ধে মেয়েকে শারীরিক নির্যাতন করার অভিযোগে মোস্তফা মোল্লা নামের একজন পিতাকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
রোববার রাত সোয়া নয়টার দিকে পুলিশ তার গ্রামের বাড়ি নাসিরাবাদ ইউনিয়নের বড় পাল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআই সিরাজুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মোস্তফা মোল্লা ২য় ঘরের মেয়ে ও স্ত্রীকে নিয়ে বড় পাল্লা গ্রামে বসবাস করতেন। ইতপূর্ব একই গ্রামে বসবাস করা অবস্থায় নিজের কন্যার সাথে দৈহিক লালসার তৃপ্তি করতে গিয়ে কাছে ধরা পড়ে। এনিয়ে গ্রাম্য শালিসি বিচারে অভিযুক্ত হওয়ায় (মেয়ের বয়ানে) পরিবারটি গ্রাম থেকে বেড় করে দেওয়া হয়। একই ঘটনার পুনরাবৃত্তির বড় পাল্লা গ্রামে করার অভিযোগে স্থানীয় জনগণের কাছে মোস্তফা মোল্লার মেয়ে অভিযোগ করলে পিতা ও কন্যাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ পিতা মোস্তফা মোল্লাকে গ্রেপ্তার করে।
এবিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানান, মেয়ের অভিযোগ পেয়ে পুলিশ পিতা মোস্তফা মোল্লাকে গ্রেপ্তার করেছে। বিষয়টি তদন্ত চলছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675