• ঢাকা, বাংলাদেশ
  • ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৩ জামায়াত কর্মীর ইন্তেকালে নগর আমীরের শোক

প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ ৫:০২

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৩ জামায়াত কর্মীর ইন্তেকালে নগর আমীরের শোক

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাই-নবাবগঞ্জ জেলার রানীহাটি ইউনিয়নের নেতাকর্মীদের বহনকারী শিক্ষা সফরের দুটি বাস মধ্যরাতে রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হয়। এতে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামের বাসিন্দা জুয়েল আহমেদ (৪০), নাসিম উদ্দিন (৪৫) ও মিজানুর রহমান (৩২) নিহত এবং প্রায় অর্ধশত আহত হয়। এই হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর মাওলানা ড. কেরামত আলী।

আরও পড়ুনঃ  গাজায় চলমান জেনোসাইড ও ধ্বংসযজ্ঞ বন্ধের জোর দাবী রুয়েট কর্তৃপক্ষের

এক শোকবার্তায় তিনি নিহতদের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন তাদের নেক আমল সমূহ কবুল করে সকলকে জান্নাতবাসী করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন। এছাড়াও তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মহান রবের দরবারে দোয়া করেন।

উল্লেখ্য যে, গতকাল রোববার দিবাগত রাত ১২.০০ টার দিকে বিশ্ব নন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারতের উদ্দ্যেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাই-নবাবগঞ্জ জেলার রানীহাটি ইউনিয়নের নেতাকর্মীদের বহনকারী দুটি বাস পিরোজপুরের দিকে রওনা করলে রাজশাহী নগরীর খড়খড়ি এলাকায় বালুভর্তি ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  গাজায় গণহত্যার প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ে শিবিরের স্মারকলিপি

এদিকে নিহত জুয়েল আহমেদ (৪০), নাসিম উদ্দিন (৪৫) ও মিজানুর রহমান (৩২) এর জানাযা আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবু জার গিফারী। জানাজা পুর্ব সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. মাওলানা কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক মুখলেসুর রহমান, নবাবগঞ্জ পৌর আমীর হাফেজ গোলাম রব্বানী, সদর আমির হাফেজ মাওলানা আব্দুল আলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ

চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র
বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ ৭:০৩
সন্তানকে দিয়ে টিকটক, ‘ক্রিম আপা’ গ্রেপ্তার
বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ ৭:০৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675