সিরাজগঞ্জে থানা থেকে লুট হওয়া গ্যাসশেল নদী থেকে উদ্ধার

সিরাজগঞ্জে থানা থেকে লুট হওয়া গ্যাসশেল নদী থেকে উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে লুট হওয়া ১২টি গ্যাস শেল নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া উপজেলার ধোপাকান্দি সরস্বতী নদী থেকে এগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ধোপাকান্দিতে সরস্বতী নদীতে পানি কমে যাওয়ায় আজ সকালে সেখানে মাছ ধরতে যান স্থানীয় কয়েকজন যুবক। এ সময় তাঁরা একটি পলিথিনে মোড়ানো গ্যাস শেলগুলো দেখতে পান। পরে তাঁরা বিষয়টি সলঙ্গা ও হাটিকুমরুল হাইওয়ে থানাকে অবগত করেন। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে গ্যাস শেলগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) আনুগত্যই একমাত্র মুক্তির পথ- ড. মাওলানা কেরামত আলী

ওসি আরও বলেন, গত ৪ আগস্ট হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। উদ্ধার হওয়া গ্যাস শেলগুলো হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে লুট হওয়া বলে ধারণা করা হচ্ছে। গ্যাস শেলগুলো ৩৮ এমএম সাইজের।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *