মান্নাত ছেড়ে সপরিবারে ভাড়া বাসায় উঠলেন শাহরুখ

মান্নাত ছেড়ে সপরিবারে ভাড়া বাসায় উঠলেন শাহরুখ

অনলাইন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খানের স্থায়ী বাড়ি ‘মান্নাত’ বিশ্বব্যাপী পরিচিত। ভারতের মুম্বাই শহরের হেরিটেজ স্থাপত্যের তকমা পাওয়া এই বাড়িটি নিয়ে মানুষের আবেগও কম নয়। শাহরুখের জন্মদিন, কিংবা যেকোনো উৎসবে- নায়ককে এক ঝলক দেখতে হাজারো ভক্ত জড়ো হয় মান্নাতের সামনে।

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, মান্নাত ছেড়ে দেবেন শাহরুখ। তাই হলো। সদ্যই সপরিবারে বাড়িটি ছাড়লেন শাহরুখ। উঠলেন নতুন একটি ভাড়া বাসায়। সঙ্গে মাস গেলে শাহরুখকে গুনতে হবে মোটা অঙ্কের টাকাও।

আরও পড়ুনঃ  কেন রণবীরকে প্রেমিক হিসেব চান না, সোজাসাপ্টা জানিয়ে দেন আনুশকা

শাহরুখের ‘মান্নাত’ ছাড়ার কারণ হলো বাড়ি সংস্কার। জানা গেছে, বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এর চারতলা ভাড়া নিয়েছেন অভিনেতা। তার মান্নাতে যতদিন কাজ চলবে, ততদিনই পুরো পরিবারকে নিয়ে নতুন বাসায় থাকবেন কিং খান। গত সোমবার থেকে শুরু হয়েছে তাদের বাড়ি পাল্টানোর কাজ।

আরও পড়ুনঃ  আনন্দে কাটুক প্রতিটি দিন : ভাবনা

জানা গেছে, শাহরুখের নতুন এই বাড়িটি মান্নাতের আয়তনের অর্ধেক। এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপার্টমেন্টটির আয়তন ১০,৫০০ বর্গফুট, যেখানে মান্নাত ২৭,০০০ বর্গফুট।

এ খবর নজর এড়ায়নি পাপারাজ্জিদের। ম্যানেজার পূজা দাদলানি এবং মেয়ে সুহানা খানের সঙ্গে তার নতুন বাড়িতে প্রবেশ করেন শাহরুখ। প্রায় দু বছর সেখানে থাকার পরিকল্পনা রয়েছে নায়কের।

আরও পড়ুনঃ  থাইল্যান্ড থেকে যে বার্তা দিলেন মিম

আরও এক প্রতিবেদনের মতে, চারতলার ওই অ্যাপার্টমেন্টটির জন্য মাসে ২৪ লক্ষ রুপি গুনতে হবে শাহরুখকে। ভবনটি জ্যাকি ভাগনানি, তার বোন দীপশিখা দেশমুখ এবং তাদের বাবা এবং প্রযোজক বাশু ভাগনানির মালিকানাধীন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *