ঢাকাSunday , 20 April 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ভগ্নিপতি হত্যায় আরো এক আসামী গ্রেপ্তার

subadmin
April 20, 2025 7:21 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে ভগ্নিপতিকে হত্যার মামলায় র‍্যাব একজন আসামিকে গ্রেপ্তার করেছে। শনিবার দিবাগত রাতে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. এনামুল (৫৫)। তিনি নগরীর শাহমখদুম থানার ভুগরইল মহল্লার বাসিন্দা। নিহত রুহুল আমিন (৩৮) ছিলেন তার ভগ্নিপতি।

রোববার সকালে র‍্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনামুলকে অনেক দিন ধরে নজরদারির মধ্যে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং পরে পুলিশে হস্তান্তর করে।

প্রসঙ্গত, গত ২২ মার্চ পারিবারিক জমি ভাগাভাগি নিয়ে কথাকাটাকাটি ও উত্তপ্ত বাকবিতণ্ডার একপর্যায়ে রুহুল আমিনের ওপর হামলা চালানো হয়। তখন এনামুলের ভাই আমিনুল ইসলাম ওরফে মিন্টু ধারালো অস্ত্র দিয়ে রুহুলের গলায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি মিন্টুকে ২৪ মার্চ পালপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এবার দ্বিতীয় আসামি এনামুলও আইনের আওতায় এলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০