স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে ভগ্নিপতিকে হত্যার মামলায় র্যাব একজন আসামিকে গ্রেপ্তার করেছে। শনিবার দিবাগত রাতে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. এনামুল (৫৫)। তিনি নগরীর শাহমখদুম থানার ভুগরইল মহল্লার বাসিন্দা। নিহত রুহুল আমিন (৩৮) ছিলেন তার ভগ্নিপতি।
রোববার সকালে র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনামুলকে অনেক দিন ধরে নজরদারির মধ্যে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং পরে পুলিশে হস্তান্তর করে।
প্রসঙ্গত, গত ২২ মার্চ পারিবারিক জমি ভাগাভাগি নিয়ে কথাকাটাকাটি ও উত্তপ্ত বাকবিতণ্ডার একপর্যায়ে রুহুল আমিনের ওপর হামলা চালানো হয়। তখন এনামুলের ভাই আমিনুল ইসলাম ওরফে মিন্টু ধারালো অস্ত্র দিয়ে রুহুলের গলায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি মিন্টুকে ২৪ মার্চ পালপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এবার দ্বিতীয় আসামি এনামুলও আইনের আওতায় এলো।