• ঢাকা, বাংলাদেশ
  • ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আগামীকাল এসএসসি পরীক্ষা, রাজশাহী বোর্ডে পরীক্ষার্থী কমেছে ১৯ হাজার

প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ৬:৩৭

আগামীকাল এসএসসি পরীক্ষা, রাজশাহী বোর্ডে পরীক্ষার্থী কমেছে ১৯ হাজার

স্টাফ রিপোর্টার : আগামীকাল সারাদেশ ব্যাপি এসএসসি পরীক্ষা ২০২৫ শুরু হচ্ছে। রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৯ হাজার কমেছে।

বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮৫৩ জন, আর ২০২৫ সালে তা নেমে এসেছে ১ লাখ ৮১ হাজার ৯০৪ জনে। এতে করে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ১৮ হাজার ৯৪৯ জন।

আরও পড়ুনঃ  বাগমারায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও, প্রথম দিনই অনুপস্থিত ১৬৩ জন

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আরিফুল ইসলাম জানান, পরীক্ষার্থীর এই হ্রাসের পেছনে মূল কারণ রেজিস্ট্রেশন কম হওয়া। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

১০ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিটে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র ও সহজ বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে শুরু হবে এসএসসি পরীক্ষা। রাজশাহী বিভাগের ২৬৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  নগরীতে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ১

এদিকে, পরীক্ষা চলাকালে শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। পরীক্ষাকেন্দ্র এলাকায় লাউডস্পিকার, বাদ্যযন্ত্র কিংবা যেকোনো উচ্চ শব্দ সৃষ্টিকারী কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারী করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেফতার আনিছারকে আদালতে প্রেরণ

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, রাজশাহী নগরীর ২৭টি কেন্দ্রে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675