স্টাফ রিপোর্টার,(ভাঙ্গা) ফরিদপুর: সৌদি আরবে কাজের সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঐ প্রবাসীর বাড়িতে বইছে শোকের মাতম। প্রাসীর স্ত্রী সন্তান ও আত্মীয় স্বজনদের আহাজারি তে আকাশ বাতাস ভারি হয়েছে উঠেছে। নিহত ঐ প্রবাসী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া গ্রামের মৃত মো. সেকেন শেখের ছেলে মো. হাবিবুর রহমান (৪২)।
মঙ্গলবার সৌদি আরব বিকেল সাড়ে ৩ টার সময় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন প্রবাসী মো. হাবিবুর রহমান। নিহত দীর্ঘদিন যাবত সৌদি আরবের রিয়াদে কাজ করে আসছেন। তার স্ত্রী ২ কন্যা এক পুত্র সন্তান রয়েছ। সেখানেই কাজের সময় তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হন।
ঘটনাটা সত্যতা নিশ্চিত করে ঘারুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মান্নান শেখ জানান, আমরা জানতে পেরেছি সৌদি আরব কাজের সময় হাবিবুর রহমান নিহত হন। এই ঘটনায় আমরা শোকাহত। আশা করি অতি দ্রুত মরদেহ টি দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
এই বিষয়ে নিহতের শ্যালক আলাউদ্দিন শেখ জানান, সৌদি আরবের রিয়াদে সড়কের ডিভাইডারে কাজ কাজ শেষে মাপার সময় পিছনের দিক থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন। পরবর্তী পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে গেছে। আমার চাই দ্রুত মরদেহ যেন দেশে আনার ব্যাবস্থা করা হয়।