গাজীপুরের ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ  কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ২

এর আগে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, বিকেলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সামনের একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *