• ঢাকা, বাংলাদেশ
  • ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি পরীক্ষা শুরু আজ

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ ১:৪৬

বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি পরীক্ষা শুরু আজ

স্টাফ রিপোর্টার : আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। প্রথম দিন বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলা (আবশ্যিক)- প্রথম পত্র ও সহজ বাংলা- প্রথম পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠভাবে গ্রহণের লক্ষ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড। শিক্ষাবোর্ডটি প্রস্তুতির অংশ হিসেবে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করেছে।
রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে- এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার মোট শিক্ষার্থী সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন। এদের মধ্যে ছাত্র ৯৪ হাজার ৬১০ জন এবং ছাত্রী ৮৭ হাজার ২৯৪ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় ২৬৯টি মোট কেন্দ্রে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম বলেন, পরীক্ষা সুষ্ঠভাবে গ্রহণের লক্ষ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড। এর আগে ২০ মার্চ ২০২৫ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৯ হাজার কমেছে। পরীক্ষার্থীর সংখ্যা কেন কমেছে, তা খতিয়ে দেখছে শিক্ষা বোর্ড।

আরও পড়ুনঃ  স্বাধীন ফিলিস্তিনের প্রতি অটল সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আরিফুল ইসলাম বলেন, ‘এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। রেজিস্ট্রেশন কম হওয়া এর মূল কারণ বলে মনে হচ্ছে। বিষয়টি আমরা পর্যালোচনা করছি।’

তিনি জানান, ১০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে। এর প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

এদিকে পরীক্ষা চলাকালীন শব্দদূষণ রোধে গণবিজ্ঞপ্তি জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ২৭ (সাতাশ) টি পরীক্ষা কেন্দ্রে ১০ এপ্রিল হতে ১৩ মে পর্যন্ত ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষ্যে ১০ এপ্রিল হতে ১৩ মে পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ  এসএসসি পরীক্ষার প্রথম দিনে রাজশাহী বোর্ডে উপস্থিত ৯৯ ভাগ

এছাড়াও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনের ২৬ এর (ট) এর (ই) এবং ৩৩ এর (খ), (গ) ও (ঘ) ধারার অর্পিত ক্ষমতাবলে সর্ব সাধারণের ব্যবহার্য স্থানে বা এর সন্নিকটে লাউড স্পীকার ব্যবহার, কোন প্রাংগণ বা বাড়িতে মুখে বা বাদ্যযন্ত্রের সাহায্যে গান-বাজনা করা, গান-বাজনা বা অন্যান্য শব্দ বড় করে শুনার জন্য মাইক্রোফোন, লাউড স্পীকার বা অন্য কোন যন্ত্র ব্যবহার করা, অন্য কোন প্রক্রিয়ায় শব্দ করা; অথবা, কোন প্রাংগণ বা ব্যবসাকেন্দ্রে এমন কিছু ব্যবহার করা যাতে বিকট শব্দ হয়।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা কেন্দ্রসমূহ হলো রাজশাহী কলেজিয়েট স্কুল (এসএসসি), সরকারী প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি), হামিদপুর নওদাপাড়া উচ্চ বিদ্যালয় (এসএসসি), রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ (এসএসসি), রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ (এসএসসি), গভঃ ল্যাবরেটরী হাই স্কুল, রাজশাহী (এসএসসি), রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ, (এসএসসি), সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি), হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি), লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি), রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রাজশাহী (এসএসসি), নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়, পবা (এসএসসি), দামকুড়াহাট উচ্চ বিদ্যালয় (এসএসসি), নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়, পবা (এসএসসি), মাসকাটাদিঘী বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয়, কাটাখালী (এসএসসি), কাটাখালী বালিকা উচ্চ বিদ্যালয় (এসএসসি), বায়া স্কুল এন্ড কলেজ (এসএসসি), সালেহা শাহ মোহাম্মদ বালক উচ্চ বিদ্যালয়, চৌমুহনী বাজারের পার্শ্বে (এসএসসি), রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা (দাখিল), মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, রাজশাহী (দাখিল), নওহাটা ছালেহিয়া দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসা, পবা (দাখিল), রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল), টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, বহরমপুর মোড় এমএস বিল্ডিং, রাজপাড়া (ভোকেশনাল), রাজশাহী কোর্ট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, মহিষবাথান, রাজপাড়া (ভোকেশনাল), সিটি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, নিউমার্কেট (ভোকেশনাল), নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি (ভোক) বিদ্যালয় (ভোকেশনাল), মহানগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, কাপাসিয়া (ভোকেশনাল)।

আরও পড়ুনঃ  পাহাড়ে নববর্ষ ও চৈত্র সংক্রান্তির সাতরঙা উৎসব

৬ এপ্রিল আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675