থানায় লাল গালিচা সংবর্ধনা দেওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষোভ

থানায় লাল গালিচা সংবর্ধনা দেওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষোভ

অনলাইন ডেস্ক : একদিনের সফরে সিলেটে এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সিলেট বিমানবন্দর থানা পরিদর্শনে আসেন তিনি। এ সময় পুলিশের পক্ষ থেকে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  বর্ষবরণের অনুষ্ঠানে উপদেষ্টা শারমীন এস মুরশিদ

সিলেট মেট্রোপলিটন কমিশনারের কাছে ক্ষুব্ধ স্বরে জানতে চান, ‘‘থানায় এই ব্যবস্থা কেন? না করছি যেটা সেটা কেন রাখছ। এখন উঠাও। কাম না করে খালি আকাম করো।’’

এ সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা লাল গালিচা উঠানোর ব্যবস্থা করেন। থানা পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আরও পড়ুনঃ  রমনা বটমূলে গানে গানে বর্ষবরণ, গাজায় নিহতদের স্মরণ

তিনি বলেন, ‘‘আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। তবে, এখনো পুলিশকে পুনর্গঠন করা যায়নি। ৫ আগস্টের সময় অনেক গাড়ি, থানা পুড়েছে। এখনো তাদের একটি গাড়িও কিনে দেওয়া যায়নি। অর্থ বরাদ্দ পেলে এই ব্যবস্থার আরো উন্নয়ন হবে।’’

আরও পড়ুনঃ  ভাই হত্যা, বোন ও তার দুই ছেলে গ্রেপ্তার

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ‘‘থানা থেকে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। অস্ত্র উদ্ধারে চেষ্টা চলছে। লুট হওয়া অস্ত্র বাহিরে থাকলে নিরাপত্তার হুমকি থাকবে।’’

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *