• ঢাকা, বাংলাদেশ
  • ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আইপিএলে ভিন্ন রকমের প্রতিযোগিতায় তিন দলের তিন পেসার

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ ৭:৪৮

আইপিএলে ভিন্ন রকমের প্রতিযোগিতায় তিন দলের তিন পেসার

অনলাইন ডেস্ক : আইপিএলে এবার প্রতিটা ডট বলের জন্য থাকছে গাছ লাগানোর ব্যবস্থা। পরিবেশের উন্নয়ন ঘটাতেই এমন উদ্যোগ ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। অবশ্য ম্যাচের মাঝেও এর গুরুত্ব কম না। টি-টোয়েন্টিতে ডট বলগুলোই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে অনেকাংশে। বিশেষ করে পাওয়ারপ্লেতে যখন বাউন্ডারি লাইনে ফিল্ডার মোটে দুজন, তখন ডট বল করতে পারা যেন দুঃসাধ্য।

তবে টি-টোয়েন্টি যুগে পাওয়ারপ্লে ডটবলের এই কঠিন কাজটাই বেশ সহজ করে ফেলেছেন আইপিএলের তিন দলের তিন পেসার। চলতি আসরে পাওয়ারপ্লেতে কমপক্ষে ৫ ওভার করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ডট বল দিয়েছেন জশ হ্যাজেলউড, মোহাম্মদ সিরাজ এবং জফরা আর্চার।

আরও পড়ুনঃ  ৬৪ বছর বয়সে চাইল্ডের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক

হ্যাজেলউড খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে, গুজরাট টাইটান্সের জার্সিতে খেলছেন মোহাম্মদ সিরাজ, আর জফরা আর্চারের ঠিকানা রাজস্থান রয়্যালস। চলতি আসরে কেবল এই তিনজনই পাওয়ারপ্লেতে ৬০ শতাংশের বেশি ডটবল দিয়েছেন। পাওয়ারপ্লেতে কমপক্ষে ৫ ওভার করেছেন, এমন আর কোনো বোলারই ৫৬ শতাংশের বেশি ডট দিতে পারেননি। তিন পেসারের পরিসংখ্যানটার বড় মাহাত্ম্য এখানেই।

আরও পড়ুনঃ  বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ

সবচেয়ে বেশি ডট অবশ্য বেঙ্গালুরুর অজি পেসার হ্যাজেলউডের। এখন পর্যন্ত শুরুর ৬ ওভারে ৬৯.৪ শতাংশ ডট বল করেছেন তিনি। উইকেট সংখ্যা বেশি না হলেও ব্যাটারদের জন্য পরিস্থিতি কঠিন করে তোলার কাজটা দারুণভাবেই করছেন হ্যাজেলউড।

দুইয়ে থাকা সিরাজ পাওয়ারপ্লেতে করেছেন ৬৩.৬ শতাংশ ডটবল। শুধু তাইই না, এবারের আসরে এখন পর্যন্ত শুরুর ৬ ওভারে সবচেয়ে বেশি উইকেটও শিকার করেছেন তিনিই। তার সাবেক দল বেঙ্গালুরু ৪ ম্যাচ মিলিয়ে পাওয়ারপ্লেতে নিয়েছে ৭ উইকেট। সেখানে সিরাজের একার পাওয়ারপ্লে উইকেট ৭টি। আর ৬১.৯ শতাংশ ডটবল নিয়ে তিনে আছেন আর্চার।

আরও পড়ুনঃ  ইমনের সেঞ্চুরিতে আবাহনীর বিপক্ষে মোহামেডানের ২৬৫

আর্চার অবশ্য নিজের প্রথম ম্যাচেই হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে ৭৬ রান হজম করে আইপিএলে বিব্রতকর রেকর্ডের মালিক হয়েছেন। তবে এরপরেই ঘুরে দাঁড়িয়েছেন দারুণভাবে। বর্তমানে আছেন সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায়।

সর্বশেষ সংবাদ

ভরিতে স্বর্ণের দাম ১ হাজার টাকা কমলো
রবিবার, এপ্রিল ১৩, ২০২৫ ১১:৫৩
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ১৪ টাকা
রবিবার, এপ্রিল ১৩, ২০২৫ ১১:৫৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675