অভিনব কায়দায় পেটে ৩৪ পোঁটলায় ১ হাজার ৭০০ ইয়াবা

অভিনব কায়দায় পেটে ৩৪ পোঁটলায় ১ হাজার ৭০০ ইয়াবা

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় অভিনব কায়দায় পেটের মধ্যে করে ইয়াবা বহন করার সময় আলম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে বগুড়ার চারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

আরও পড়ুনঃ  আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) আনুগত্যই একমাত্র মুক্তির পথ- ড. মাওলানা কেরামত আলী

জানা গেছে, মূল আসামির পেটের মধ্যে থাকা ১৭ পোঁটলা থেকে ১ হাজার ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। বাকি ১৭টি পোঁটলা বের করার জন্য তাঁর চিকিৎসা চলছে।

গ্রেপ্তার আলম জয়পুরহাট জেলার কালাই থানার জামুড়া গ্রামের সামাদের ছেলে। তাঁর পেটের ভেতরে ৩৪টি পোঁটলায় মোট ১ হাজার ৭০০ ইয়াবা ঢুকিয়ে টেকনাফ থেকে বাসে করে বগুড়ায় নিয়ে আসছিলেন। তাঁর অপর দুজন সহযোগী হলেন মো. আপেল (৩৫) ও তাঁর স্ত্রী মোছা স্মৃতি বেগম (৩০)। তাঁরা দুজনেই বগুড়া শহরের চক সূত্রাপুর চামড়া গুদাম এলাকার পারভীনের বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করতেন।

আরও পড়ুনঃ  ভাই হত্যা, বোন ও তার দুই ছেলে গ্রেপ্তার

জানতে চাইলে জেলা ডিবি পুলিশের এসআই আবু জাফর জানান, আলমের পেট থেকে এখন পর্যন্ত ১৭টি ইয়াবার পোঁটলা উদ্ধার করা হয়েছে। চিকিৎসকের সহায়তায় অবশিষ্ট পোঁটলাগুলো উদ্ধারের প্রক্রিয়া চলছে। পাশাপাশি আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *