• ঢাকা, বাংলাদেশ
  • ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

কাপ্তাই থেকে সরকারের রাজস্ব বাড়ুক সেটা আমি চাই : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ১:১৮

কাপ্তাই থেকে সরকারের রাজস্ব বাড়ুক সেটা আমি চাই : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

স্টাফ রিপোর্টার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, রাংগামাটি কাপ্তাই হ্রদ থেকে বছরে ২১০০ কোটি টাকা আয় হয়। তিনি বলেন, এ আয়ের সিংহভাগ সরকারের রাজস্ব খাতে যোগ হয় না। আমি সিরিয়াসলি চাই কাপ্তাই থেকে সরকারের রাজস্ব বাড়ুক। সরকার যাতে বেশি রাজস্ব পায় তার ব্যবস্থা করা দরকার। আমরা সেই আয় থেকে লাইভলিহুড ডেভেলপমেন্টের জন্য খরচ করতে চাই। আমাদের ইনভেস্টমেন্টটা লাইভলিহুড ডেভেলপমেন্টের দিকে হওয়া দরকার।

শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর মিরপুর ১৩ নম্বর শাক্যমুনি বৌদ্ধ বিহারে ৩ দিনব্যাপী বিঝু, বৈসু,সাংগ্রাই, চাংক্রান, বিষু মেলার সমাপনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন। 

আরও পড়ুনঃ  ঢাকা মেডিকেলের বাগান গেট থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, আমি শুধু একটা জিনিসে বিশ্বাস করি সেটা হলো পার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট। তিনি বলেন, আমাদের পার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড কনসেপ্ট বাস্তবায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরো বলেন, আমরা অর্থনৈতিকভাবে পার্বত্য চট্টগ্রামকে ডাইনামিক করতে চাই। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিকী এবারের বিজু অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পাহাড়-সমতল সকলের সমান অধিকারের কথা জুলাই কন্যা খ্যাত রুবাইয়া শ্রেষ্টারা সবজায়গায় বলে থাকেন। তিনি বলেন, আমি চাই সমতল পাহাড়ের অধিকার সবার সমান হউক।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, বিঝু আমাদের একটি প্রাণের উৎসব। আমরা সবাই এই অনুষ্ঠানে মিলিত হচ্ছি।

৩ পার্বত্য জেলা থেকে তিন দিনের এই উৎসবে ৪৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করে এবং ৩০টি স্টল পাহাড়ি আমেজে সজ্জিত করে। মেলায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা, পার্বত্য হস্তশিল্প, খাবারসহ বিভিন্ন সরঞ্জাম বিক্রয় ও প্রদর্শনী চলছে। মূলত পার্বত্য অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার এক অনন্য উদ্যোগ বলে জানিয়েছেন এর আয়োজকরা।

আরও পড়ুনঃ  ১৩ দিন বৃষ্টিবলয়ে থাকবে পুরো দেশ, হবে কালবৈশাখী-বজ্রপাত

ঢাকাস্থ বিঝু, বৈষু, সাংগ্রাই, চাংক্রান, বিষু মেলা উদযাপন কমিটির আহ্বায়ক শুভাশীষ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসময় আরো বক্তৃতা করেন, সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটির আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) তুষার কান্তি চাকমা, গণপূর্ত অধিদপ্তরের অবসারপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী কুবলেশ্বর ত্রিপুরা, সোশ্যাল অ্যাক্টিভিস্ট রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা প্রমুখ উপস্থিত ছিলেন ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675