• ঢাকা, বাংলাদেশ
  • ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ইমনের সেঞ্চুরিতে আবাহনীর বিপক্ষে মোহামেডানের ২৬৫

প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৩:৫৯

ইমনের সেঞ্চুরিতে আবাহনীর বিপক্ষে মোহামেডানের ২৬৫

অনলাইন ডেস্ক : ইতিহাস ও রোমাঞ্চে মোড়ানো আবাহনী বনাম মোহামেডানের দ্বৈরথ চলছে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। সাধারণত দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে দর্শকদের মাঝেও দারুণ উত্তেজনা দেখা যায়। আজ (শনিবার) ঢাকা ডার্বির শুরুতে মাঠের লড়াইটাও রোমাঞ্চের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু শেষটা কাঙ্ক্ষিত হলো না। আনিসুল ইসলাম ইমনের সেঞ্চুরি সত্ত্বেও মোহামেডান ২৬৪ রানে অলআউট হয়ে গেছে।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে মোহামেডানের ওপেনার রনি তালুকদারকে (১৬) প্যাভিলিয়নে পাঠান নাহিদ রানা। এরপর দলের হাল ধরেন আনিসুল ইমন এবং মাহিদুল ইসলাম অঙ্কন। এই দুই ব্যাটার মিলে দলকে বড় সংগ্রহের দিকে নিতে থাকেন। ১২৩ রানের জুটি ভেঙে যায় অঙ্কনের ৪৮ রানে বিদয়ের পর।

আরও পড়ুনঃ  এসএ গেমস : এবার নারী ফুটবল দলও পাঠাবে বাফুফে

খানিক বাদে আনিসুল ব্যক্তিগত অর্ধ-শতক তুলে নেন। একসময় আবাহনীর রান তিনশ ছাড়িয়ে যাবে মনে হলেও শেষের বিপর্যয়ে আর তেমন কিছু হয়নি। আনিসুল সেঞ্চুরি করার পর বিদায় নেন ১১৪ রানে। তিনি ১১৮ বলের ইনিংসটি সাজিয়েছেন ১৮ চার ও ২ ছক্কায়। পরে মোহামেডানের ব্যাটারদের যাওয়া-আসার মিছিল শুরু হলে বড় লক্ষ্য দেওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়।

আরও পড়ুনঃ  পিএসএলের প্রাইজমানি ঘোষণা, আইপিএল-বিপিএলের চেয়ে কতটা পার্থক্য

দলের অভিজ্ঞ দুই তারকা মুশফিকুর রহিম (২০) এবং মাহমুদউল্লাহ রিয়াদ (১৭) বড় ইনিংস খেলতে পারেননি। এ ছাড়া তাওহীদ হৃদয় ৩, মেহেদী হাসান মিরাজ ১৮ এবং মোহাম্মদ সাইফউদ্দিনরা (১) দ্রুতই আউট হলে ৪৮.২ ওভারে গুটিয়ে যায় মোহামেডানের ইনিংস।

আরও পড়ুনঃ  আবাহনী-মোহামেডান ম্যাচের দিন মিরপুরে তামিম ইকবাল

আবাহনীর পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন পেস সেনসেশন নাহিদ রানা। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান এবং মৃত্যুঞ্জয় চৌধুরি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675