• ঢাকা, বাংলাদেশ
  • ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আবাহনী-মোহামেডান ম্যাচের দিন মিরপুরে তামিম ইকবাল

প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৪:১৩

আবাহনী-মোহামেডান ম্যাচের দিন মিরপুরে তামিম ইকবাল

অনলাইন ডেস্ক : হৃদরোগের জটিলতা কাটিয়ে গেল গেল ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন তামিম ইকবাল। সেদিন (শুক্রবার) দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়েছিলেন। অবশ্য শুরু থেকেই বলা হয়েছিল, ঝুঁকিমুক্ত হলেও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে তামিম ইকবালকে।

আরও পড়ুনঃ  পিএসএলের প্রাইজমানি ঘোষণা, আইপিএল-বিপিএলের চেয়ে কতটা পার্থক্য

গেল সোমবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন তামিম ইকবাল ইকবাল। এরপর সেখানে উন্নত মানের চিকিৎসা সেবা গ্রহণ করেছেন তিনি। সবকিছু ঠিকঠাকই রয়েছেন বলে আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান তামিমের চাচা আকরাম খান।

আরও পড়ুনঃ  হাতে পতাকা, জার্সিতে ফিলিস্তিনি প্রতীক নিয়ে খেললেন ফুটবলাররা

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আকরাম বলছিলেন, ‘আল্লাহর রহমতে ও (তামিম) সিঙ্গাপুরে গিয়ে চেকআপ করেছে। এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সবকিছু ঠিক আছে। আপনারা দোয়া করবেন।’

আকরামের কথা বলার ঘন্টাখানেক পর তামিমকে দেখা গিয়েছে মিরপুরে। এরপর বিসিবি ভবনে প্রবেশ করেন তিনি। আজ মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে ডিপিএলের বড় ম্যাচ আবাহনী বনাম মোহামেডান দলের খেলা। আর নিজ দলের খেলা দেখতেই তামিমের মাঠে আসা বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675