কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ২

কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্ক : কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের। শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার কুটি-চৌমুহনী এলাকায় ঘটে এ ঘটনা।

নিহতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আকাশ মিয়া (৩২) ও কুমিল্লার মুরাদনগর উপজেলার আমির হোসেন (৩৪)।

আরও পড়ুনঃ  ভাই হত্যা, বোন ও তার দুই ছেলে গ্রেপ্তার

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। পথে কুটি-চৌমুহনী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কয়লাবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে বাস ও ট্রাকের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

আরও পড়ুনঃ  আদালতের এজলাসে পুলিশকে মারধর, বিএনপির ৬ নেতাকর্মী আটক

ঘটনাস্থলেই নিহত হন ট্রাকে থাকা কয়লার মালিক আমির হোসেন। গুরুতর আহত ট্রাকচালক আকাশ মিয়াকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনায় ব্যবহৃত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *