নগরীতে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার

নগরীতে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরী’র মতিহার থানার চর সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: পিয়ারুল (২৭), মো: রতন আলী (২৫), মো: সোহেল (২৭), মোহাম্মদ আলী (৩১), মো: রবিউল ইসলাম (৩৭) ও মো: সুমন (৩৪)। তারা সকলেই নগরীর মতিহার থানা সাতবাড়িয়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  লুডু খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

ঘটনা সূত্রে জানা যায়, ১২ এপ্রিল (১১ এপ্রিল দিবাগত) রাত দেড়টায় ডিবি’র এসআই মো: তৌহিদুল ইসলাম ও তাঁর টিম নগরীতে রাত্রিকালীন ডিউটি করছিলেন। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার চর সাতবাড়িয়া এলাকায় কয়েকজন জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত পৌনে ২ টায় উক্ত স্থানে অভিযান করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৪

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *