মাহাবুর রহমান মনি, বাগমারা: রাজশাহীর বাগমারায় সড়ক দুর্ঘটনায় আব্দুল মান্নার (৫০) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে। আজ ১৩ এপ্রিল, রবিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার নরদাশ ইউনিয়নের সুজন পালসার বিন্দুর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান গোবিন্দপুর ইউনিয়নের মাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি হাটমাধনগর আলীম মাদ্রাসার হেড মাওলানা হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় তিনি তার কর্মস্থল হাটমাধনগর আলিম মাদ্রাসায় যাচ্ছিলেন পথিমধ্যে নরদাশ ইউনিয়নের সুজনপালশা বিন্দুর মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অত্যন্ত সৎ এবং ধার্মিক হিসেবে পরিচিত ছিলেন আব্দুল মান্নান। রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর গোবিন্দপাড়া ইউনিয়ন শাখার সাবেক সেক্রেটারি হলেও দল মত নির্বিশেষে প্রত্যেকের কাছেই তিনি সৎ এবং আদর্শবান মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তাঁর দুই ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।