র‌্যাম্পে ঝড় তুললেন নাতাশা

র‌্যাম্পে ঝড় তুললেন নাতাশা

অনলাইন ডেস্ক : ২০২৪ সালে ক্রিকেটার হার্দিক পাণ্ডের সঙ্গে বিচ্ছেদ ঘটে সার্বিয়ান নৃত্যশিল্পী ও মডেল নাতাশা স্ট্যানকোভিচের। তবে এসবে তার ক্যারিয়ারে কোনো প্রভাব পড়েনি; নিজের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন।

সম্প্রতি নাতাশা একটি ফ্যাশন শো-তে অংশগ্রহণ করেন। তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। বোঝা যায়, র‌্যাম্প ওয়াকের সময় তার আত্মবিশ্বাস ছিল দেখার মতো। কিন্তু সেখানে তিনি এমন কিছু করেন, যার ফলে রীতিমতো ঝড় উঠে যায় সকলের মনে।

আরও পড়ুনঃ  রূপের রহস্য জানালেন মডেল প্রিয়াঙ্কা

সেই ফ্যাশন শো-তে গোল্ডেন প্রিন্টের কালো রঙের অফ-শোল্ডার গাউন পরেছিলেন নাতাশা। এই গাউনের সঙ্গে পরেছিলেন লম্বা শ্রাগও। সোনালি রঙের বাহুবলি ঝুমকা ও নেকলেস ও ছিল। চুল কার্ল করে খোলাই রাখেন, সঙ্গে ম্যাচিং হিলস। বলা বাহুল্য, এই লুকে আবেদনময়ী লাগে নাতাশাকে।

আরও পড়ুনঃ  আবারও ঝড় তুললেন নুসরাত ফারিয়া

ভাইরাল ভিডিওতে দেখা যায়, র‌্যাম্পে হাঁটার সময় নাতাশা স্ট্যানকোভিচ প্রথমে তার গাউনের ওপরের শ্রাগ খুলে ফেলেন। ছুঁড়ে দেন মাটিতে। এরপর আরও এক রাউন্ড হাঁটার পর, গাউনে থাকা একটি বোতাম খুলে দেন। আর এতেই বদলে যায় পোশাকের লুক। সঙ্গে রীতিমতো বাড়তে থাকে তার ‘হটনেস’।

আরও পড়ুনঃ  ‘সেই দৃশ্যে শুটিংয়ের পর শরীর কাঁপছিল, বমি হচ্ছিল’

নাতাশাকে উৎসাহ দিতে র‌্যাম্পের একদম পাশেই দর্শক আসনে ছিলেন তার চর্চিত প্রেমিকা আলেকজান্ডার। নাতাশার ছেলে অগস্ত্যকে কোলে নিয়ে বসে চিয়ার করছিলেন, সঙ্গে নাতাশার সৌন্দর্যও উপভোগ করেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *