ভরিতে স্বর্ণের দাম ১ হাজার টাকা কমলো

ভরিতে স্বর্ণের দাম ১ হাজার টাকা কমলো

অনলাইন ডেস্ক : একদিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম। এবার ভরিতে ১,০৩৮ টাকা কমিয়ে ১ লাখ ৬২,১৭৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সোমবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে শনিবার (১২ এপ্রিল) রাতে প্রতি ভরি স্বর্ণের দাম ৪,১৮৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩,২১৪ টাকা নির্ধারণ করা হয়।

আরও পড়ুনঃ  সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ১৪ টাকা

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬২,১৭৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৪,৮০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩২,৬৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯,৫৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

এর আগে সবশেষ গত ১২ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। যা ১৩ এপ্রিল থেকে কার্যকর হয়। সে সময় ভরিতে ৪,১৮৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩,২১৪ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ নিয়ে এই বছর ২১ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ১৫ বার, আর কমেছে মাত্র ৬ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

আরও পড়ুনঃ  ডিবি প্রধানকে সরানোর সঙ্গে মডেল মেঘনার ঘটনার সম্পর্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২,৫৭৮ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২,১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১,৫৮৬ টাকায়।-ইত্তেফাক

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *