• ঢাকা, বাংলাদেশ
  • ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

দিল্লিতে অবস্থান বিক্ষোভের পরিকল্পনা চাকরিহারাদের

প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৪:১৩

দিল্লিতে অবস্থান বিক্ষোভের পরিকল্পনা চাকরিহারাদের

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে চাকরিহারাদের সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী ২০১৬ ঐক্যমঞ্চ সাংবাদিক সম্মেলন করেছে। রোববারের এই সাংবাদিক সম্মেলনে একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করেছেন তারা।

যার মধ্যে অন্যতম, তাদের সমস্যা দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া। এরপর সোমবারই দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছেন পশ্চিমবঙ্গের চাকরিহারারা। বুধবার থেকে দিল্লিতে অবস্থান বিক্ষোভে বসার কথা তাদের।

জানানো হয়েছে, আগামী বুধবার থেকে যন্তরমন্তরে অবস্থান বিক্ষোভ শুরু করবেন তারা। সোমবার বাসে করে দিল্লির উদ্দেশে রওনা হবেন আন্দোলনকারীদের একাংশ। যে যে রাজ্যের ওপর দিয়ে বাস যাবে, সেখানে সেখানে লিফলেট বিলি করে তাদের সমস্যার কথা জানানো হবে।

আরও পড়ুনঃ  প্রেমিকাকে স্যুটকেসে ভরে হোস্টেলে নেওয়ার সময় ধরা শিক্ষার্থী

উল্লেখ্য, কলকাতা থেকে দিল্লির পথে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশের একাধিক শহর পড়বে।

এছাড়াও ১৫ তারিখ পয়লা বৈশাখের দিন বিভিন্ন জায়গায় বিশেষ প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। যে সমস্ত শিক্ষকেরা এখনও স্কুলে যাচ্ছেন, তারা বৃহস্পতিবার কালো ব্যাজ পরে স্কুলে যাবেন। ২২ এপ্রিল রাজভবন অভিযানেরও ডাক দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ মারা গেছেন

চাকরিহারারা জানিয়েছেন, মে মাসের গোড়া থেকে সাত দিন লাগাতার রিলে অনশন শুরু করা হবে। তারপরেও সরকার ব্যবস্থা না নিলে আমরণ অনশন শুরু করা হবে।

উল্লেখ্য, গত বেশ কিছুদিন ধরেই ধর্মতলায় অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন চাকরিহারারা। এর আগে এই জায়গায় চাকরিপ্রার্থীরাও বিক্ষোভ দেখিয়েছেন। শনিবার ওয়াই চ্যানেল থেকে পুলিশ চাকরিহারাদের বিক্ষোভ তুলে দিলে তারা ধর্মতলায় আবার বিক্ষোভে বসেছেন।

আরও পড়ুনঃ  রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে ‘কঠোর ব্যবস্থার’ দাবি ম্যাক্রোঁর

অন্যদিকে সল্টলেকেও চাকরিহারাদের আরেকটি অংশ অনশন শুরু করেছিল। রোববার তারা সেই অনশন তুলে নিলেও আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সল্টলেকে যারা অনশন করছিলেন, তাদের একজন শনিবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপরেই আপাতত অনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করেছেন, অনশনকারীদের সঙ্গে রাজনৈতিক দলের যোগাযোগ আছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী যা-ই অভিযোগ করুন, তাদের আন্দোলন আরও জোরদার হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675